Tea Leaves: শীত মানেই জুতোয় দুর্গন্ধ, সামান্য চা-পাতাতেই মুশকিল আসান! লোকলজ্জার চিরমুক্তি! জানুন ব্যবহার

Last Updated:
How to remove bad smells from Shoes: চা খেয়ে ব্যবহার করা চা পাতা ফেলে দিচ্ছেন না তো? কারণ ফোটানো চা পাতার গুণ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। কিন্তু ব্যবহৃত এই চা পাতার রয়েছে নানা গুণ। রান্না থেকে শুরু করে পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন কাজে অবশিষ্ট চা পাতা ব্যবহার করা যায়।
1/5
*শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল হয়ে ওঠে নিষ্প্রাণ। তাই দোকানের কেনা কন্ডিশনার নয়, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চা পাতা ফোটানো জল ব্যবহার করলে চুল হয়ে উঠবে নরম ও মসৃন।
*শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল হয়ে ওঠে নিষ্প্রাণ। তাই দোকানের কেনা কন্ডিশনার নয়, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চা পাতা ফোটানো জল ব্যবহার করলে চুল হয়ে উঠবে নরম ও মসৃন।
advertisement
2/5
*গৃহবধূ নন্দিতা সিংহ রায় জানান,
*গৃহবধূ নন্দিতা সিংহ রায় জানান, "যারা বাগান পরিচর্চা করতে ভালবাসেন সেক্ষেত্রে ফোটানো চায়ের পাতা গাছের সার হিসেবে বিশেষ উপকারী। চায়ের পাতা রোদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করলে গাছ হয়ে উঠে তরতাজা।"
advertisement
3/5
*রান্নাঘরের সামগ্রী পরিষ্কারের কাজে ব্যবহার করা যেতে পারে চা পাতা। এটি দাগ এবং গন্ধ দূর করতে পারে খুব সহজেই। এমনকি রান্নার পাত্র থেকে দাগ বা দুর্গন্ধ দূর করতেও চা পাতা ব্যবহার করা যেতে পারে।
*রান্নাঘরের সামগ্রী পরিষ্কারের কাজে ব্যবহার করা যেতে পারে চা পাতা। এটি দাগ এবং গন্ধ দূর করতে পারে খুব সহজেই। এমনকি রান্নার পাত্র থেকে দাগ বা দুর্গন্ধ দূর করতেও চা পাতা ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/5
*ক্ষত সারানোর জন্য অ্যান্টিসেপটিক কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে চায়ের পাতা ব্যবহার করা যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষত সারাতে কাজে লাগে। কেটে যাওয়া জায়গায় লাগালে নিমিষেই দ্রুত ক্ষত সেরে যাবে।
*ক্ষত সারানোর জন্য অ্যান্টিসেপটিক কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে চায়ের পাতা ব্যবহার করা যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষত সারাতে কাজে লাগে। কেটে যাওয়া জায়গায় লাগালে নিমিষেই দ্রুত ক্ষত সেরে যাবে।
advertisement
5/5
*অনেকেরই জুতা থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে এ সমস্যা থেকে নিস্তার পেতে ভরসা রাখতে পারেন চা পাতায়। এই চা পাতা জুতার ভেতরে কয়েকদিন রাখলেই তৎক্ষণাৎ গন্ধ দূর হবে।
*অনেকেরই জুতা থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে এ সমস্যা থেকে নিস্তার পেতে ভরসা রাখতে পারেন চা পাতায়। এই চা পাতা জুতার ভেতরে কয়েকদিন রাখলেই তৎক্ষণাৎ গন্ধ দূর হবে।
advertisement
advertisement
advertisement