ঘটনা প্রকাশ্যে আসতেই রাতারাতি পুলিশের মানবিক মুখ হয়ে ওঠেন সুজয় বাবু | তাঁর মানবিক আচরণে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে | সুজয় বিশ্বাস কর্মরত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় নিমতা ট্রাফিক গার্ডের কর্মী হিসাবে | ডেলিভারি বয় সন্দীপ রায় সে দিন যে ভাবে আহত হয়েছিলেন, খুব দ্রুত তাঁকে হাসপাতালে না নিয়ে গেলে তাঁর জীবনহানির আশঙ্কাও ছিল |
advertisement
প্রাণের সঙ্গে সঙ্গে সন্দীপের চাকরিও বাঁচিয়ে সুজয় ধরা দিয়েছেন ত্রাতার ভূমিকায় | শনিবার সেই কর্তব্যরত সুজয়কে খাদ্য সরবরাহ ওই অ্যাপ সংস্থার তরফে নিমতায় পুরস্কৃত করা হল |
সংস্থার তরফে বলা হয়, আজ সুজয়রা আছেন বলেই পুরুষদের পাশাপাশি মহিলারাও এই কাজে যোগ দিচ্ছেন | এটাই তো সমাজের কাছে অনেক কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে |
হঠাৎ রাস্তার মধ্যে এই ভাবে সম্মানিত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সুজয় | বলেন, ‘‘ আমরা তো মানুষের জন্যই সকাল-বিকেল, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে ডিউটি করি ৷ কিন্তু মানুষের অসচেতনতাই আজ আমাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে |’’ পুরস্কারের জন্য নয়, বাবা মায়ের শিক্ষাই তাঁকে এই কাজগুলো করতে সাহস যোগায় | মনে করেন পুলিশকর্মী সুজয় বিশ্বাস ৷