TRENDING:

Traditional Durga Puja 2025: দুর্গাদালানের প্রাচীন খিলান ছুঁয়ে যায় ইছামতীর বাতাস, টাকির পুবের বাড়ির পুজো ঘিরে নস্টালজিয়া

Last Updated:

Traditional Durga Puja 2025: ২৪ জন বেয়ারার কাঁধে চেপে নিয়ে যাওয়া হয় টাকির রাজবাড়ি ঘাটে। তারপর শহরের অন্যান্য মণ্ডপ থেকে প্রতিমা বেরোয়। এক সময় এই বাড়ির নবমী পুজোর দিনে বন্দুকের টোটা ফাটিয়ে মহিষ বলির প্রথা ছিল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টাকি, জুলফিকার মোল্যা: জমিদারি রেওয়াজে আজও টিকে আছে টাকির পুবের বাড়ির পুজো। টাকির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পুবের বাড়ির দুর্গাপুজো। এক সময়ের জমিদারবাড়ি আজ ভগ্নপ্রায়, তবুও তার খিলানবদ্ধ পুরনো দুর্গাদালান, খসে পড়া পলেস্তারা ও দেওয়ালের গায়ে এখনও জমিদারি মেজাজের ছাপ স্পষ্ট। অযত্নের ছোঁয়া থাকলেও ঐতিহ্যের গৌরব আজও ধরে রেখেছে এ বাড়ি। টাকির জমিদারবাড়িগুলির মধ্যে একমাত্র এই পুবের বাড়িতেই এখনও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পুরোনো কাঠামো বজায় রেখেই বাড়িটি নতুনভাবে ঝাঁ-চকচকে রূপে সেজেছে। এই বাড়ির পুজো তাই স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয়।
advertisement

অষ্টমীর দিনে এখানে ভোগ খেতে ভিড় জমে। বিসর্জনের দিন আজও প্রথা মেনে প্রতিমা ২৪ জন বেয়ারার কাঁধে চেপে নিয়ে যাওয়া হয় টাকির রাজবাড়ি ঘাটে। তারপর শহরের অন্যান্য মণ্ডপ থেকে প্রতিমা বেরোয়। এক সময় এই বাড়ির নবমী পুজোর দিনে বন্দুকের টোটা ফাটিয়ে মহিষ বলির প্রথা ছিল। আজ আর সেই দিন নেই, নেই জমিদাররাও। তবুও টাকি আছে, আর টাকির জমিদারবাড়ির পুজোর গৌরব আজও অটুট। এখনও প্রথা মেনে দুর্গাদালানেই কাঠামো পুজো হয়।

advertisement

আরও পড়ুন : মহালয়ায় আশ্বিন অমাবস্যায় সূর্যগ্রহণ! পুড়বে এই রাশির কপাল! আসবে ঘোর দুঃসময়! টাকার বড় ক্ষতিতে অভাবের গ্রাসে!

চালকুমড়ো ও আখ বলির রীতি আজও চালু আছে। বিসর্জনের দিন বাড়ির মহিলারা একত্রিত হয়ে মায়ের বরণ ও সিঁদুরখেলার প্রথা পালন করেন। শেষে প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া হয় ইছামতী নদীর ঘাটে, যেখানে বিসর্জন সম্পন্ন হয়। প্রতি বছর পুজোর কয়েকটা দিনই পুবের বাড়িতে রূপ নেয় বড় মিলনমেলার। আত্মীয়-স্বজন যে যেখানে থাকুন না কেন, সকলেই ছুটে আসেন এই বাড়িতে। একসঙ্গে মেতে ওঠেন আনন্দ-উৎসবে। পুবের বাড়ির পুজো তাই শুধু পূজা নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও পারিবারিক মিলনের অমূল্য সাক্ষী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja 2025: দুর্গাদালানের প্রাচীন খিলান ছুঁয়ে যায় ইছামতীর বাতাস, টাকির পুবের বাড়ির পুজো ঘিরে নস্টালজিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল