TRENDING:

Durga Puja 2025 : ভোগে দেওয়া হয় মাছ পোড়া, দই সহযোগে পান্তা ভাত! জমিদারি নেই, কিন্তু রয়ে গিয়েছে ঐতিহ্য

Last Updated:

Traditional Durga Puja : বড়তোড়িয়ার মণ্ডল বাড়ি ৩০০ বছরের প্রাচীন দুর্গাপুজো। ভোগে থাকে মাছ পোড়া এবং দই সহযোগে পান্তা ভাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা : কথায় আছে বারো মাসে বাঙালির তেরো পার্বণ। তবে তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দেশ ছাড়িয়ে বিদেশেও এই দুর্গোৎসবে মেতে ওঠেন বাঙালিরা। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশি দেখা যায় থিমের পুজোয় জাঁকজমক। তবে তাঁর ফাঁকেও রয়েছে এমন কিছু প্রাচীন পুজো, যেগুলি মানুষ দেখতে এখনও ভিড় করেন। সেই রকমই এখনও বাংলার এই গ্রামের জমিদারির বাড়ির পুজোয় মানুষ ভিড় করেন।
advertisement

বর্তমানে সেই জমিদারি নেই। তবে জমিদারি না থাকলেও রয়েছে বাড়ির অভিজাত্য। তাকে আঁকড়ে ধরেই এখনও বংশ পরম্পরায় হয়ে আসছে পুজো। প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন কাল ধরে এই পুজো হয়ে আসছে আসানসোলের বড়তোড়িয়া গ্রামের মণ্ডল বাড়িতে। পরিবারের প্রবীণ সদস্য অজিত কুমার মণ্ডল বলেন, প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন এই পুজো।

advertisement

আরও পড়ুন : টানা বৃষ্টি, তবু দমেনি শিল্পীর হাত! শান্তিপুর থেকে তিলোত্তমার পথে রওনা উমার! মুখ ঢাকল সেই প্লাস্টিকে

আসানসোলের বড়তোড়িয়া গ্রামে রয়েছে মণ্ডল পরিবারের প্রাচীন পুজো। ব্রাহ্মণ হলেও তাঁদের পাওয়া উপাধি ‘মণ্ডল’। আজ থেকে প্রায় ৩০০ বছরের বেশি সময় আগে পরিবারের সদস্য কংস মণ্ডল এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই ধারাবাহিকভাবে পুজো হয়ে আসছে। জানা যায়, মণ্ডল বাড়ির পূর্বপুরুষ কাশীপুরের রাজার বাড়িতে পুজো করতেন। এরপরে রাজা সন্তুষ্ট হয়ে বড়তোড়িয়া মৌজা দান করেন। তারপর থেকেই এই মণ্ডল বাড়িতে সূচনা হয় দুর্গাপুজো। রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো। পুজোয় মা দুর্গাকে চার দিন বিশেষ ভোগ নিবেদন করা হয়। সপ্তমীতে অন্ন ভোগে কুমড়ো, পুঁই শাক, কচু দিয়ে সবজি ও পরমান্ন দেওয়া হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অষ্টমীতে বলি প্রথা আছে। সেদিন লুচি, সুজি ও বিভিন্ন ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। নবমীতেও বলি প্রথা রয়েছে। সেদিন বলির পাঁঠার মাংস দিয়ে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদ প্রতিটি বাড়িতে দিয়ে আসেন মণ্ডল বাড়ির সদস্যরা। দশমীতে নিজের পুকুর থেকে মাছ ধরে সেই মাছ পোড়া ভোগে নিবেদন করা হয়। সঙ্গে দেওয়া হয় দই সহযোগে পান্তা ভাত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : ভোগে দেওয়া হয় মাছ পোড়া, দই সহযোগে পান্তা ভাত! জমিদারি নেই, কিন্তু রয়ে গিয়েছে ঐতিহ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল