এদিন দুপুরে ওই শিশু দিদা মাই টুডুর সঙ্গে তপন ব্লকের চক সাথীহারে এসেছিল একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে। যেখানে গিয়ে ছোটাছুটি করবার সময় আচমকা দিদার নজর এড়িয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বালুরঘাটগামী বেপরোয়া টোটোর ধাক্কা মারে। এরপরেই রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি জখম শিশুটিকে ওই টোটোতেই বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়।
আরও পড়ুন: চন্দ্রগ্রহণের দিনেই কেতুর সঙ্গে মিলন! হোলির দিন থেকে ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, টাকা উপচে পড়বে
advertisement
যদিও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুর মা বাহামনি সরেন ও দিদা মাই টুডু। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে মৃত শিশুর পরিজনরা। তবে উত্তেজিত জনতা টোটো চালককে মারধর করার আগেই পুলিশ তাঁকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায়।
গত বছর বালুরঘাটের মাহিনগরের এক শিশুর প্রাণ গিয়েছিল টোটোর ধাক্কায়। এদিন স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজ্যসড়কে যাত্রী নিয়ে ওই টোটোটি বেপরোয়া গতিতে ছুটছিল। রাজ্য ও জাতীয় সড়কে টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশ ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।
সুস্মিতা গোস্বামী






