পিছিয়ে ছিল না দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীও ৷ একের পর এক তৃণমূলের দলীয় সাংসদদের গ্রেফতারের ঘটনায় এদিন পথে নামল তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার বিকালে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের খবর চাউর হতেই বাসন্তীর রাজপথে নেমে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর আব্দুল মান্নান গাজী। এছাড়াও ছিলেন বাসন্তী ব্লকের সমস্ত স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা।
advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে এদিন ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ এর ফলে তীব্র যানজট দেখা দেয় জাতীয় সড়কে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 03, 2017 8:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবরোধ জাতীয় সড়ক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারে জেলায় জেলায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ !