স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চলছিল ঐতিহ্যবাহী এক ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টেই একটি খেলার মাঝে গোল নিয়ে বাঁধে গোলমাল। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মণ মান্ডি নামে এক রেফারি। রেফারির সিদ্ধান্ত মন মতো না হওয়ায় মাঠে ঢুকে রেফারির উপরে রীতিমতো চোটপাট শুরু করেন আয়োজকদের মধ্যে অন্যতম এলাকার দাপুটে তৃণমূল কর্মী নামে পরিচিত রাজা খান। রেফারিকে সজোরে লাথি মারার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। এমন কী, গন্ডগোল থামাতে আসা দর্শকদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
ঘটনার পর শনিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে এই গোটা ঘটনায় শাসক দলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এ দিন সকালেই অভিযুক্ত তৃণমূলকর্মী রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তকে আজ আদালতে পেশ করবে পুলিশ৷ যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় নিজের ভুল স্বীকার করেন নেন অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা খান৷
সহ প্রতিবেদন- শোভন দাস
