TRENDING:

TMC: শুভেন্দুর জেলায় তৃণমূলের বিরাট জয়! বলেবলে হারাল বিজেপিকে, সব কটি আসনেই জয়ী তৃণমূল

Last Updated:

TMC: এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড় জয় তৃণমূলের
বড় জয় তৃণমূলের
advertisement

পঙ্কজ দাশ রথী, এগরা: এবার এগরায় সমবায় ভোটে জয় তৃণমূলের, খাতাই খুলতে পারল না বিরোধীরা জেলায় একের পর এক সমবায়ে তৃণমূলের বিপুল জয়ে মুখে চওড়া হাসি শাসক নেতাদের। এবার এগরাব্লকে সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না বিরোধীরা সোমবার এগরা ১ব্লকের আরবিসি অঞ্চলের বড়দা মির্জাপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল।

advertisement

সেখানে মোট আসন সংখ্যা ছিল ১২টি। যার মধ্যে সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। সোমবার সমবায় নির্বাচনে অংশ নেওয়ার তৃণমূলের প্রার্থীদের সঙ্গে দেখা করেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ অন্যান্যরা

advertisement

আরও পড়ুন: ‘নিজের নিয়ম মানুক রাজ্য’, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর সওয়াল বিকাশের! পাল্টা ‘বড়’ যুক্তি কপিল সিব্বলের! শুনানি শেষ, কার পক্ষে যাবে রায়?

জানা গিয়েছে, এই সমবায়ের ১২টি আসনের মধ্যে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। ফলে সোমবার বাকি ৫টি আসনে নির্বাচন হয়। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। ৫টি আসনের জন্য সিপিএম এবং বিজেপি জোট করেই লড়াই করেছিল তৃণমূলের বিরুদ্ধে।

advertisement

সেখানে তৃণমূলের কাছে কুপোকাত হয়েছে বিরোধীরাসমবায়টি আগেও তৃণমূলের দখলে ছিল। জয়লাভের পর সবুজ আবির খেলায় মেতে উঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: শুভেন্দুর জেলায় তৃণমূলের বিরাট জয়! বলেবলে হারাল বিজেপিকে, সব কটি আসনেই জয়ী তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল