নোয়াপাড়ায় গণনার শেষে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিংহ ৷ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১,১১,৭২৯। বামেদের হারিয়ে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেছেন বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রাপ্ত ভোট ৩৮,৭১১। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে ৬৩,০১৮ ভোটে হারিয়ে জিতেছেন সুনীল সিং ৷ ভোটের নিরিখে তৃতীয় স্থান পেয়েছেন সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৩৫,৪৯৭। বিজেপি প্রার্থীর থেকে ২,২১৪ ভোট কম পেয়েছেন তিনি ৷
advertisement
শেষবার এই আসনটি জিতেছিলেন কংগ্রেস প্রার্থী মধুসূদন ঘোষ ৷ সেবার জোটে লড়েছিল বাম-কংগ্রেস ৷ তাঁর মৃত্যুর কারণেই এই উপনির্বাচন ৷ এই নির্বাচনে ভোট প্রাপ্তির নিরিখে চতুর্থ স্থানে কংগ্রেস ৷ কংগ্রেস প্রার্থী গৌতম বসু পেয়েছেন মাত্র ১০,৫২৭ ভোট । অথচ গতবার বাম-কংগ্রেস জোটের সুবাদে কংগ্রেসের মধুসূদন ঘোষ হারিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু বসুকে।