TRENDING:

উলুবেড়িয়ায় সবুজ ঝড়, পৌনে ৫ লাখ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

Last Updated:

উলুবেড়িয়ায় সবুজ ঝড়, পৌনে ৫ লাখ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উলুবেড়িয়া: পঞ্চায়েত ভোটের আগে অ্যাসিড টেস্টে জয়ী তৃণমূল। উলুবেড়িয়ায় সবুজ ঝড়। সিপিএমকে হটিয়ে দ্বিতীয় বিজেপি। আসন ধরে রেখে উলুবেড়িয়ায় শাসকদলের পকেটে রেকর্ড ভোট । ৪,৭৪,২০১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ।
advertisement

বাংলায় ভোট মানেই তৃণমূলের জয়। এমনটাই যেন মিথ হয়ে দাঁড়িয়েছেন। এবারও অন্যথা হল না তার। উলুবেড়িয়ায় এবার রেকর্ড ভোটে জিতল শাসকদল।  নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে জয়ের ব্যবধান প্রায় ৪,৭৪,২০১ ভোট।

এক নজরে ভোটের ফল

--৪,৭৪,২০১ ভোটে জয়ী তৃণমূল

--তৃণমূলের সাজদা আহমেদ: ৭৬৭২১৯

--বিজেপির অনুপম মল্লিক: ২৯৩০১৮

--সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা: ১৩৮৭৯২

advertisement

--কংগ্রেসের এম হোসেন ওয়ারসি:২৩১০৮

--নোটা :১১৭৬৮

সাংসদ সুলতান আহমেদের  মৃত্যুর পর সাত বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া উপনির্বাচনে এবার প্রার্থী করা হয় তাঁর স্ত্রী সাজহা আহমেদকে। একসময়ের বাম দুর্গ উলুবেড়িয়ায় ২০১৪-য়ে সুলতান আহমেদের হাত ধরেই ঘাসফুল ফোটে।  ৯৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হন তিনি। ৪৮ শতাংশের বেশি ভোট ছিল তাঁর দখলে। এবার ছাপিয়ে গেছে সব রেকর্ড।

advertisement

তবে একসময়ের বাম দূর্গ  উলুবেড়িয়ায় উল্লেখযোগ্যভাবে সিপিএমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তাদের দাবি, সংখ্যালঘু ভোট গিয়েছে তৃণমূলের ঘরে।  ঘর ভেঙেছে বামেদেরও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উলুবেড়িয়ায় সবুজ ঝড়, পৌনে ৫ লাখ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী