TRENDING:

TMC: কাঁথিতে তৃণমূলের জয়জয়কার! মহিলা সমবায়ের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের বিরাট জয়

Last Updated:

TMC: এই ভোটে বিজেপি কোনও প্রার্থীই দেয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী হল কাঁথিতে?
কী হল কাঁথিতে?
advertisement

কাঁথি: কাঁথিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়, মহিলা সমবায়ের ভোটে জয়ী তৃণমূল কাঁথির রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েত লাকায় সোনার তরী বহুমুখী মহিলা সমবায় সংঘের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯টি আসনে জয়লাভ করেছে। সবুজ আবির মেখে জয়োল্লাসে মাতেন জয়ী প্রার্থীরা। এই ভোটে বিজেপি কোনও প্রার্থী দেয়নি

advertisement

প্রসঙ্গত, গত মার্চ মাসে পূর্ব মেদিনীপুরের কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে ৭৮টি আসনের মধ্যে সবক’টি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিল।

আরও পড়ুন: কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলে আগুন, বন্ধ করে দেওয়া হল মণ্ডপ! প্রবল ভিড় হয় এই প্যান্ডেলে! কোন পুজো জানেন?

advertisement

এদিকে, সেপ্টেম্বর মাসেই কাঁথি– ১ ব্লকের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন ছিল। সেখানে মোট ৫৩টি আসনের মধ্যে ৩৮টি আসনই জেতে তৃণমূলবিজেপি ১৫টি আসন পায়। এবার আরও এক সমবায়তেও জয় পেল তৃণমূল

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: কাঁথিতে তৃণমূলের জয়জয়কার! মহিলা সমবায়ের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের বিরাট জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল