Chetla Agrani Puja: কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলে আগুন, বন্ধ করে দেওয়া হল মণ্ডপ! প্রবল ভিড় হয় এই প্যান্ডেলে! কোন পুজো জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
Chetla Agrani Puja: জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কলকাতা: পুজোর আবহেই প্রবল বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল কলকাতা শহরে। সেই ক্ষত এখনও শুকোয়নি বহু জায়গায়। তারই মধ্যে এবার কলকাতার বিখ্যাত পুজো চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। আপাতত জন সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছেন পুজো উদ্যোক্তারা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, প্যান্ডেল শর্ট সার্কিট হয়ে যায় বৃহস্পতিবার। তার ফলেই আগুন লাগে মণ্ডপে।
advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। সেই সময় প্যান্ডেলে আগুন নেভানোর যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দমকলের ২টি ইঞ্জিনও ঘটনাস্থলে চলে আসে।
advertisement
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, টানা বৃষ্টিতে মণ্ডপের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার দুপুরের দিকে মণ্ডপের একাংশে আগুনের ফুলকি দেখা যায়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্যান্ডেল মেরামতির কাজ চলছে। পাশাপাশি মানুষের জন্য আজকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় চেতলা অগ্রণীর মণ্ডপ।
মহালয়ার দিন এই পুজো উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা ভিড় করেছিলেন মণ্ডপে। মঙ্গলবার জলমগ্ন অবস্থা হলেও অনেকে রাতে বেরিয়ে পড়েন। শুকনো আবহাওয়া দেখেও বহু মানুষ দর্শন সেরে ফেলতে পৌঁছেছিলেন। কিন্তু এই দুর্ঘটনার ফলে বৃহস্পতিবারের জন্য বন্ধ করা হল পুজো মণ্ডপের দ্বার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 6:51 PM IST