দক্ষিণ কাঁথি বিধানসভার ৫ নম্বর মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের ১৭৮ নম্বর কাপাসদা বুথের ঘটনা। অভিযোগ, নির্দল প্রার্থীর সমর্থনে প্রচার, মদ, নগদ টাকা ও গাঁজা বিলি করছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে।
advertisement
যা কিছু অভিযোগ তৃণমূল পরিচালিত মহিষাগোট গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন কাঁথি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নন্দলাল মিশ্রের বিরুদ্ধেই।
গ্রামবাসীদের অভিযোগ, নন্দলাল মিশ্র ১৭৮ নম্বর কাপাসদা বুথে এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুকুমণি পন্ডাকে হারিয়ে, নৌকো চিহ্নে নামা নির্দল প্রার্থী অপর্ণা পন্ডাকে জেতাতে অসত উপায় অবলম্বন করেছে। পাশাপাশি একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার ও সরকারি ত্রিপল নির্দল প্রার্থীর সমর্থনে বিলি করার অভিযোগ করেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: মালদহে ‘ম্যাজিক’ হবে, ২৪-এর জয়ের সেমিফাইনালে ২৩-এই বাজিমাত চান অভিষেক
শনিবার গভীর রাতে নির্দল প্রার্থীর হয়ে প্রচার করার সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী নন্দলাল মিশ্রকে। নন্দলাল মিশ্রর বিনা নম্বর প্লেটের মোটরবাইকের ডিকি খুলতেই গ্রামবাসীরা দেখতে পান, ডিকির মধ্যে রয়েছে বেশ কয়েকটি দেশি ও বিদেশি মদের বোতল। পাশাপাশি রয়েছে ১৭৯ নং গ্রাম সংসদের তৃনমূল প্রার্থী সোমা মিশ্র ও জেলা পরিষদের তৃনমূল প্রার্থী আনোয়ার উদ্দিন শেখের নমুনা ব্যালট।
বিগত পাঁচ বছরের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান সোমা মিশ্র এবারেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল প্রার্থীর স্বামী হয়ে নন্দলাল মিশ্র নির্দলের সমর্থনে প্রচার করায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। মধ্য রাতে নির্দল প্রার্থীর সমর্থনে প্রচার করতে যাওয়ায়, নন্দলাল মিশ্র ও তার সহযোগীদের গ্রামবাসীরা আটক করে খবর দেয় কাঁথি থানায়। তবে নন্দলাল মিশ্র জানিয়েছেন, তিনি বিশেষ একটি কাজে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।