TRENDING:

Samir Panja wants to leave TMC: দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা হাওড়ার তৃণমূল বিধায়কের, একই সুর মন্ত্রী অরূপের গলায়

Last Updated:

সমীর পাঁজার অভিযোগ এবং অভিমানকে পূর্ণ সমর্থন জানান হাওড়ার আর এক শীর্ষ নেতা এবং রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: তৃণমূলের জোড়া অস্বস্তি৷ দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা দিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা৷ সমীর পাঁজার হতাশার সুরে সুর মিলিয়েই কিছুক্ষণের মধ্যেই হাওড়ার আর এক বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও জানিয়ে দিলেন, দল চাইলে তিনিও সরে যেতে তৈরি৷
বিদায় বার্তা বিধায়ক সমীর পাঁজার গলায় (বাঁদিকে), হতাশ মন্ত্রী অরূপও৷
বিদায় বার্তা বিধায়ক সমীর পাঁজার গলায় (বাঁদিকে), হতাশ মন্ত্রী অরূপও৷
advertisement

এ দিন সকাল থেকেই সমীর পাঁজার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়৷ সেই পোস্টে অভিমানের সুরে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক লেখেন, 'হ্যাঁ আমার এই মহান নেত্রীটা আছে বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাস এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে, একটা মেকি লিডার হতে চাইনা আমি। না হলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে , তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে.....?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!'

advertisement

দলের অন্যতম পুরনো নেতার এ হেন বার্তা ছড়িয়ে পড়তে সময় লাগেনি৷ সমীর পাঁজার অভিযোগ এবং অভিমানকে পূর্ণ সমর্থন জানান হাওড়ার আর এক শীর্ষ নেতা এবং রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়৷ তিনি বলেন, 'সামির পাঁজা দলের সম্পদ ৷ তার হতাশা দুঃখজনক, ও অন্ধের মতো দল করে৷ , দলকেও পুরনো কর্মীদের মর্যাদা দেওয়ার বিষয়ে ভাবতে হবে৷ সমীর ছাড়া হাওড়ায় দল অচল৷'

advertisement

আরও পড়ুন: হিসেব চায় সিবিআই, ফের এড়ালেন সুকন্যা!সময় দিতে নারাজ গোয়েন্দারা

এর পরেই তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিয়ে অরূপ রায়ও বলেন, 'আমারও একই অবস্থা , দীর্ঘদ্দিন দল করেছি, আমার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছে৷ যতদিন আমি মনে করবো দলে থাকা দরকার বা দল যেদিন মনে করবে আমিও সরে যাবো৷'

advertisement

তৃণমূলে পুরনো নেতা-কর্মীদের প্রাপ্য সম্মান না পাওয়া নিয়ে এই বিতর্ক নতুন কিছু নয়৷ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল মন্তব্যে যে বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে ওঠে৷ যদিও তাঁর ব্যাখ্যা দিয়েছেন অভিষেক৷ দলীয় সভাতেও বার বার নতুন এবং পুরনো কর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এই সমস্ত বার্তায় আদৌ দলের মধ্যেকার ফাটল জুড়ছে কি না, সমীর পাঁজা এবং অরূপ রায়ের মনোভাবে ফের সেই প্রশ্ন উঠল৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Samir Panja wants to leave TMC: দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা হাওড়ার তৃণমূল বিধায়কের, একই সুর মন্ত্রী অরূপের গলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল