নারায়ণ গোস্বামী জানিয়েছেন, প্রথাগত গানের তালিম নিয়ে তিনি ভাবেননি। তবে ছোট থেকেই সৃংস্কৃতির কাজে যুক্ত তিনি। বিশেষ করে মঞ্চে অভিনয় করতে নেমে গানের অভ্যাস হয়েছে। তাই পুজোর আগে এই গানের অ্যালবাম প্রকাশ করলেন।
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!
নারায়ণ গোস্বামীর কথায়, ‘আমি মাকেই খুঁজি, ইস আর ভাগ্যিস, পাওয়া না পাওয়ার যদি এই গানগুলি গেয়েছি।’ রাজনৈতিক কাজের বাইরেও সময় বার করে নিয়ে তিনি গান গেয়েছেন।
advertisement
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
এই কাজের প্রশংসা করেছেন দুই মন্ত্রী। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘ভাল লাগছে। শুধু রাজনীতি নয়। এর বাইরেও আমাদের সদস্যদের নানা ভূমিকা আছে। তারা সেটা করে দেখালেন।’ ইন্দ্রনীল সেনের কথায়, ‘ভাল হয়েছে গান। বেশ অবাক করেছে নারায়ণ আমাদের। তথাকথিত তালিম ছাড়া সাহস করে গানের অ্যালবাম ভাল লেগেছে।’
আবীর ঘোষাল