TRENDING:

Jiban Krishna Saha: বাড়িতে সিবিআই, পুকুরে মোবাইল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক! বড়ঞায় বিরাট নাটক

Last Updated:

এ দিন দুপুরে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই-এর একটি দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়ঞা: বাড়িতে সিবিআই তল্লাশি চলাকালীন পুকুরে নিজের মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে৷ তথ্যপ্রমাণ লোপাটেই বিধায়ক নিজের দু'টি মোবাইল ফোন এবং ইলেক্ট্রনিক ডিভাইস পুকুের ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা৷
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷
advertisement

মোবাইল ফোন এবং ইলেক্ট্রনিক ডিভাইসের খোঁজে পাম্পের সাহায্যে পুকুরের জল বের করে মোবাইল উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন সিিবআই আধিকারিকরা৷

আরও পড়ুন: হঠাৎ তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা! ভিতরে আটকে দলের একাধিক নেতানেত্রী

এ দিন দুপুরে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই-এর একটি দল৷ বড়ঞার বিধায়কের বিরুদ্ধে শিক্ষা দফতরে চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে৷ ২০১৬ সালের নবম এবং দশম শ্রেণির এসএলএসটি নিয়োগের সময় তিনি এই টাকা নিয়েছিলেন বলে সিবিআই-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে৷ আন্দি গ্রামে বিধায়কের বাড়ি ছাড়াও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও একযোগে তল্লাশি শুরু করে সিবিআই৷

advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিবৃতিতে দাবি করা হয়েছে, তল্লাশি চলাকালীন অভিযোগের স্বপক্ষে একাধিক তথ্যপ্রমাণ পেয়েছেন তারা৷ কোন চাকরিপ্রার্থীর থেকে তৃণমূল বিধায়ক কত টাকা নিয়েছিলেন, সেই তালিকাও উদ্ধার হয় বলে সিবিআই-এর দাবি৷

আরও পড়ুন: চাকরির নামে টাকা নয়ছয়, ভুয়ো চাকরি বিক্রি করেছিলেন ১১ লক্ষ টাকায়, তারপর...

অভিযোগ এই তল্লাশি চলাকালীনই বিকেলের দিকে শৌচালয়ে যাওয়ার অছিলায় বাড়ির পিছনের দিকে পুকুরে নিজের দু'টি মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন তৃণমূল িবধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ এর পরেই ওই দু'টি মোবাইল উদ্ধারে তৎপর হন সিবিআই আধিকারিকরা৷ পুকুর থেকে জল ছেঁচে ফেলতে নিয়ে আসা হয় পাম্প৷ পুকুরের জল ফেলে দিয়ে গভীর রাত পর্যন্ত মোবাইল উদ্ধারের চেষ্টা চলে৷

advertisement

তল্লাশি শুরু হওয়ার পর থেকেই বিধায়কের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ সেখানে কাউকে ঢুকতে অথবা বেরোতে দেওয়া হচ্ছে না৷ ফলে তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন জীবনকৃষ্ণ সাহা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সহ প্রতিবেদন: প্রণব বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jiban Krishna Saha: বাড়িতে সিবিআই, পুকুরে মোবাইল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক! বড়ঞায় বিরাট নাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল