TRENDING:

Humayun Kabir: পাঠানে আপত্তি, অধীর গড়ে এবার তৃণমূলের কাঁটা বিধায়ক হুমায়ুন? বিদ্রোহ বহরমপুরেও

Last Updated:

প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই তৃণমূলের একাধিক নেতানেত্রী নিজেদের ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন৷ টিকিট না পেয়ে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা ও বহরমপুর: অধীররঞ্জন চৌধুরীকে বিপাকে ফেলতে বহরমপুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই সিদ্ধান্ত এবার সম্ভবত শাসক দলের কাছেই ব্যুমেরাং হতে চলেছে৷ কারণ ইউসুফ পাঠানকে প্রার্থী করার প্রতিবাদে এবার নির্দল প্রার্থী হিসেবে বহরমপুর থেকে নির্বাচনে লড়়ার কথা ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷ নির্বাচনের দিন ঘোষণা হলেই তিনি মনোনয়ন জমা দেবেন বলেও জানিয়ে দিয়েছেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, নতুন দল গড়ারও হঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক৷
নজরে বহরমপুর৷
নজরে বহরমপুর৷
advertisement

গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও টিকিট বিলি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন হুমায়ুন৷ শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে নিরস্ত হন তিনি৷ এবারে অবশ্য হুমায়ুন নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন৷ জেলা নেতৃত্বের সঙ্গে কোনওরকম আলোচনা করে কেন ইউসুফ পাঠানকে প্রার্থী করা হল, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হুমায়ুন৷ তৃণমূল নেতৃত্বের চিন্তা বাড়িয়ে হুমায়ুনের আরও দাবি, দলের সিদ্ধান্তে জেলার অনেক নেতাই ক্ষুব্ধ৷ শুধু তাঁরা সাহস করে মুখ খুলতে পারছেন না৷ হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও তাঁর সঙ্গে আছেন বলে দাবি করেছেন হুমায়ুন৷ যদিও এ বিষয়ে নিয়ামত শেখের প্রতিক্রিয়া মেলেনি৷

advertisement

আরও পড়ুন: ‘ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন, ঘোষণা করে দিলেন অর্জুন!’ মমতার ছবি সরিয়ে শুরু মোদির প্রশংসা

নিজের ভোটে দাঁড়ানোর কথা জানিয়ে হুমায়ুন বলেন, ‘নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করলেই নির্দল প্রার্থী হিসেবে আমি মনোনয়ন জমা দেব। দলীয় নেতৃত্বকে অবমাননার জবাব দিতেই এই সিদ্ধান্ত। ক্ষোভের কারণ জানাতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের সঙ্গে একবার আলোচনা করে যদি প্রার্থী দেওয়া হত তাহলেও মেনে নেওয়া যেত। জেলার সভাপতি ও চেয়ারম্যানের সঙ্গেও কোনও আলোচনা করেননি রাজ্য নেতৃত্ব। এত উপেক্ষা সহ্য করা যায়না।’

advertisement

এ দিন আবার কলকাতায় এসে তিনি বলেন, “আমি নতুন দল গঠন করব। তবে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব না। এর আগে একবার ইস্তফা দেওয়ায় আমাকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল।”

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কুকথার জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করায় নির্দল প্রার্থী হিসেবে রেজিনগর বিধানসভা থেকে নির্বাচনে লড়াই করেছিলেন হুমায়ুন কবীর। সেই ভোটে নিজে জিততে না পারলেও প্রায় ৭৪ হাজার ভোট পেয়ে তৃণমূলের প্রার্থী সিদ্দিকা বেগমের জামানাত জব্দ করার ব্যবস্থা করেছিলেন হুমায়ুন। অল্প ভোটে জয়লাভ করেছিলেন কংগ্রেসের প্রার্থী বর্তমানে তৃণমূলের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তারপর তৃণমূলে যোগ দিয়ে ২০২১ সালে ভরতপুর থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন তিনি।

advertisement

প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই তৃণমূলের একাধিক নেতানেত্রী নিজেদের ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন৷ টিকিট না পেয়ে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ ব্যারাকপুর থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা করে দিয়েছেন তিনি৷ আবার বাঁকুড়ায় টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সহ প্রতিবেদন: আবীর ঘোষাল

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Humayun Kabir: পাঠানে আপত্তি, অধীর গড়ে এবার তৃণমূলের কাঁটা বিধায়ক হুমায়ুন? বিদ্রোহ বহরমপুরেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল