TRENDING:

বিজেপি নেতার মাতৃবিয়োগ, বাড়িতে গিয়ে সমবেদনা তৃণমূল বিধায়কের! বঙ্গ রাজনীতিতে বিরল সৌজন্য

Last Updated:

শ্যামলেন্দু দে অশোকনগরে বিজেপি-র মণ্ডল সভাপতি৷ গত ১২ নভেম্বর , শনিবার শ্যামলেন্দু বাবুর মা মায়ারানি দে-র মৃত্যু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জিয়াউল আলম, অশোকনগর: বঙ্গ রাজনীতিতে কুকথার স্রোত৷ পরস্পরকে আক্রমণ করতে গিয়ে প্রায়শই শালিনতার সীমা ছাড়াচ্ছেন ছোট, বড় নেতারা৷ শাসক হোক বা বিরোধী, এই দোষে দুষ্ট সবপক্ষই৷

বিজেপি নেতা শ্যামলেন্দু দে-র (ডান দিকে) বাড়িতে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (একেবারে বাঁদিকে)৷
বিজেপি নেতা শ্যামলেন্দু দে-র (ডান দিকে) বাড়িতে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (একেবারে বাঁদিকে)৷
advertisement

এই পরিস্থিতির মধ্যেও কিছুটা ব্যতিক্রমী হয়ে থাকল উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সৌজন্য বোধ৷ তাঁর বিধানসভা এলাকার বিজেপি নেতার মাতৃ বিয়োগের খবর পেয়েই প্রথমে ফোন করে এবং তার পরে সমবেদনা জানাতে বিজেপি নেতার বাড়িতে হাজির হলেন বিধায়ক৷ তৃণমূল বিধায়কের এই সৌজন্য বোধকে স্বাগত জানিয়েছেন শ্যামলেন্দু দে নামে ওই বিজেপি নেতাও৷

advertisement

আরও পড়ুন: রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না? কাজ করতে গেলেও ভুল হয়: মমতা

শ্যামলেন্দু দে অশোকনগরে বিজেপি-র মণ্ডল সভাপতি৷ গত ১২ নভেম্বর , শনিবার শ্যামলেন্দু বাবুর মা মায়ারানি দে-র মৃত্যু হয়৷ তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর৷ কোনও ভাবে সেই খবর এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছেও পৌঁছয়৷ মাতৃ বিয়োগের খবর পেয়েই শ্যামলেন্দু বাবুকে ফোন করেন নারায়ণ গোস্বামী৷ সমবেদনা জানানোর পাশাপাশি বিজেপি নেতার বাড়িতেও আসার ইচ্ছেপ্রকাশ করেন তিনি৷

advertisement

সেই মতো গতকালই বিজেপি নেতার বাড়িতে যান নারায়ণ গোস্বামী৷ বেশ কিছুক্ষণ শ্যামলেন্দু বাবু এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তৃণমূল বিধায়ক৷ বিজেপি নেতা এবং তাঁর পরিবারের জন্য ফলও নিয়ে যান নারায়ণ গোস্বামী৷

আরও পড়ুন: গ্রিটিংস কার্ড, গোলাপ নিয়ে শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূলের ছাত্র নেতারা! উত্তপ্ত কাঁথি

advertisement

তৃণমূল বিধায়ক পরে বলেন, 'অশোকনগরে যে কয়েকজন ভদ্রলোক আছেন, তার মধ্যে উনি অন্যতম৷ গুণী, সজ্জন মানুষ৷ রাজনীতিতে ভদ্রলোকদের প্রয়োজন৷ রাজনীতিতে ওনার সঙ্গে আমার নীতিগত পার্থক্য রয়েছে, বৈরিতা আছে, থাকবেও৷ কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তা কখনও বাধা হতে পারে না৷ গতকালই শুনেছই ওনার মা প্রয়াত হয়েছেন৷ তার পরেই ওনাকে ফোন করি৷ আজ সময় পেয়েই চলে এসেছি৷ মানুষ হিসেবে এটা আমার করা প্রয়োজন বলেই মনে হয়েছে৷ কারণ মাতৃ বিয়োগ, পিতৃ বিয়োগের মতো বড় ক্ষতি আর কিছুতে হয় না৷'

advertisement

বিধায়কের সৌজন্য বোধের জন্য ধন্যবাদ জানান ওই বিজেপি নেতাও৷ শ্যামলেন্দু বাবু বলেন, 'উনি তো সবারই বিধায়ক৷ তিনি যখন শোকজ্ঞাপন করতে এসেছেন,আমি ওনাকে সাধুবাদ জানাই৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে হানাহানি বন্ধ করে মানুষে মানুষের পাশে দাঁড়ানোর নীতিতে আমার দল এবং আমি বিশ্বাসী৷ ফলে এটা খুবই স্বাভাবিক৷ মায়ের মৃত্যুর দিনই ফোন করে বিধায়ক আমাকে শোকজ্ঞাপন করেছিলেন৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল এবং বিজেপি নেতাদের মধ্যে ব্যক্তি আক্রমণের মাত্রাও বাড়ছে৷ তার মধ্যে অশোকনগরে তৃণমূল বিধায়কের এবং বিজেপি নেতার মধ্যে এই সৌজন্যের আবহ এক ঝলক টাটকা বাতাসের মতোই৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপি নেতার মাতৃবিয়োগ, বাড়িতে গিয়ে সমবেদনা তৃণমূল বিধায়কের! বঙ্গ রাজনীতিতে বিরল সৌজন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল