ঘটনার সূত্রপাত এ দিন বিকেলে৷ চুঁচুড়ার খাদিনা মোড়ে মিছিল করে আসছিলেন বিজেপি-র কর্মী সমর্থকরা৷ বিজেপি-র অভিযোগ, বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আচমকাই সেই মিছিলে হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা৷ এমন কি, তৃণমূল বিধায়ক নিজেই লাঠি হাতে বিজেপি কর্মীদের মারধর করেন বলে অভিযোগ৷ সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়৷
আরও পড়ুন: প্রিজন ভ্যানে উঠতে নারাজ পার্থ, আনা হল কোল্ড ড্রিংকসের ক্রেট! আদালত চত্বরে নাটক
advertisement
যদিও তৃণমূল বিধায়কের দাবি মানতে চায়নি বিজেপি শিবির৷ তাঁদের অভিযোগ, বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে৷ গন্ডগোলের খবর পেয়ে বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
