TRENDING:

Hooghly News: লকেটকে পায়ের নূপুর কটাক্ষ, শুভেন্দুকে চুঁচুড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

Last Updated:

Hooghly News: বৃহস্পতিবার গুরাপে বিজেপির পাল্টা সভা করে তৃণমূল। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক তপন দাশগুপ্ত, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র সহ জেলার একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: গুরাপে তৃণমূলের প্রকাশ্য সভায় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর হুঁশিয়ারি, ''লকেট চট্টোপাধ্যায়কে পায়ের নূপুর বানিয়ে রাখব। ও আর কোনওদিন গলায় উঠতে পারবে না। আর ও যদি বাপের বেটি হয়, তাহলে আমার সাথে লড়ুক। আমার সঙ্গে লড়ে ২৫ হাজারে বান্ডিল হয়ে গেছে। হুগলিতে ওর আর কিছু হবে না।''
লকেটকে আক্রমণ তৃণমূল বিধায়কের
লকেটকে আক্রমণ তৃণমূল বিধায়কের
advertisement

বৃহস্পতিবার গুরাপে বিজেপির পাল্টা সভা করে তৃণমূল। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক তপন দাশগুপ্ত, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র সহ জেলার একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব। বুধবার এই মাঠেই হিন্দু ঐক্য মঞ্চের উদ্দ্যোগে একটি প্রতিবাদ সভা করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: 'সাংসদ হিসেবে কোনও কাজ করেননি', দিলীপ ঘোষকে ঘিরে বেনজির ঘটনা নায়ারণগড়ে

বৃস্পতিবার, তৃণমূলের সভা মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার লকেট চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে করে আক্রমন শানান। অসিত মজুমদার বলেন, ''ও গলার লকেট ছিল, ওকে চুঁচুড়ায় পায়ের নুপুর বানিয়ে দিয়েছি। ও আর কারও গলায় উঠবে না পায়ের নীচেই থাকবে। আর ও যদি বাপের বেটি হয় তাহলে অসীমার সঙ্গে কেন লড়ছেস আমার সঙ্গে লড়ে ২৫ হাজারে বান্ডিল হয়ে গেছে। হুগলিতে ওর আর কিছু হবে না।''

advertisement

আরও পড়ুন: অসাধারণ সুযোগ, বিলাসবহুল ক্রুজে এবার ঘুরে আসুন সুন্দরবন! দুরন্ত সুযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

উল্লেখ্য ২০২১-এর বিধানসভা নির্বাচনে অসিত মুজুমদারের কাছে ২৫ হাজার ভোটে পরাজিত হন লকেট চট্টোপাধ্যায়। শুভেন্দুর উদ্দেশ্যেও তৃণমূল বিধায়ক বলেন, ''ও কাল এখানে দিদির বিরুদ্ধে কথা বলেছে। ক্ষমতা থাকলে চুঁচুড়ায় গিয়ে শুভেন্দু, দিদির বিরুদ্ধে কথা বলে দেখুক, ওর দাঁত ভেঙে যদি গুঁড়িয়ে না দেয় পাবলিক, তাহলে আমার নামে কুকুর পুষবেন।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: লকেটকে পায়ের নূপুর কটাক্ষ, শুভেন্দুকে চুঁচুড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল