TRENDING:

TMC in Nandigram: ছাব্বিশে পাখির চোখ নন্দীগ্রাম, দেড় মাসেই আবার দায়িত্ব বদল! শুভেন্দুর খাসতালুকে কোন চাল দিল তৃণমূল?

Last Updated:

সম্প্রতি নন্দীগ্রাম এবং লাগোয়া এলাকার সমবায় নির্বাচনগুলিতে দীপেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব৷

advertisement
পাখির চোখ সেই নন্দীগ্রাম৷ সমবায় নির্বাচনকে ঘিরে দলের গোষ্ঠীদ্বন্দ্বল প্রকাশ্যে আসার পরই শুভেন্দু অধিকারীর খাসতালুক নিয়ে আর দেরি করতে চায় না রাজ্যের শাসক দল৷ তাই দেড় মাসের মধ্যে আবারও পূর্ব মেদিনীপুর জেলায় বড়সড় সাংগঠনিক বদল আনল তৃণমূল কংগ্রেস৷
শুভেন্দুর খাসতালুকে নতুন কৌশল তৃণমূলের৷
শুভেন্দুর খাসতালুকে নতুন কৌশল তৃণমূলের৷
advertisement

মাস দেড়েক আগেই চিত্তরঞ্জন মাইতিকে সরিয়ে তমলুর দীপেন্দ্র নারায়ণ রায়কেই তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছিল৷ তাঁকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হল অসিত বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি তৃণমূলেরই প্রাক্তন জেলা সভাপতি ছিলেন৷ আজ আচমকাই দীপেন্দ্রনারায়ণ রায়কে সরিয়ে চেয়ারম্যান করা হলো অসিত বন্দ্যোপাধ্যায়কে৷

সম্প্রতি নন্দীগ্রাম এবং লাগোয়া এলাকার সমবায় নির্বাচনগুলিতে দীপেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব৷ মূলত তৃণমূলের জেতা সমবায়গুলিতে ডিরেক্টর পদ বণ্টন নিয়েই প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার সঙ্গেই সংঘাত রয়েছে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের৷ সঙ্গে যা ২০২৬-এর আগে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল৷ সেই কারণেই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর৷

advertisement

যদিও দলের এই আকস্মিক সিদ্ধান্তে নিজের হতাশা গোপন করেননি পদ থেকে অপসারিত তৃণমূল নেতা৷ দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, ‘দলের কাছে আমি কোনওদিন পদ চাইতে যাইনি৷ দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ খারাপ লাগলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছি৷ কেন আমাকে সরানো হল জানি না৷ নিজের মূল্যায়ন তো নিজে করতে পারব না৷ যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরাই বলতে পারবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব পাওয়া নতুন চেয়ারম্যান অসিত মজুমদার বলেন, ‘সবাইকে নিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব৷ আমি আশাবাদী মানুষ উন্নয়নের পক্ষেই মত দেবেন৷ আমরা সবাই বেঁধে কোমর বেঁধে নামলে দলকে ঠিক সাফল্য এনে দিতে পারব৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC in Nandigram: ছাব্বিশে পাখির চোখ নন্দীগ্রাম, দেড় মাসেই আবার দায়িত্ব বদল! শুভেন্দুর খাসতালুকে কোন চাল দিল তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল