মাস দেড়েক আগেই চিত্তরঞ্জন মাইতিকে সরিয়ে তমলুর দীপেন্দ্র নারায়ণ রায়কেই তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছিল৷ তাঁকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হল অসিত বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি তৃণমূলেরই প্রাক্তন জেলা সভাপতি ছিলেন৷ আজ আচমকাই দীপেন্দ্রনারায়ণ রায়কে সরিয়ে চেয়ারম্যান করা হলো অসিত বন্দ্যোপাধ্যায়কে৷
সম্প্রতি নন্দীগ্রাম এবং লাগোয়া এলাকার সমবায় নির্বাচনগুলিতে দীপেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব৷ মূলত তৃণমূলের জেতা সমবায়গুলিতে ডিরেক্টর পদ বণ্টন নিয়েই প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার সঙ্গেই সংঘাত রয়েছে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের৷ সঙ্গে যা ২০২৬-এর আগে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল৷ সেই কারণেই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর৷
advertisement
যদিও দলের এই আকস্মিক সিদ্ধান্তে নিজের হতাশা গোপন করেননি পদ থেকে অপসারিত তৃণমূল নেতা৷ দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, ‘দলের কাছে আমি কোনওদিন পদ চাইতে যাইনি৷ দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ খারাপ লাগলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছি৷ কেন আমাকে সরানো হল জানি না৷ নিজের মূল্যায়ন তো নিজে করতে পারব না৷ যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরাই বলতে পারবে৷’
অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব পাওয়া নতুন চেয়ারম্যান অসিত মজুমদার বলেন, ‘সবাইকে নিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব৷ আমি আশাবাদী মানুষ উন্নয়নের পক্ষেই মত দেবেন৷ আমরা সবাই বেঁধে কোমর বেঁধে নামলে দলকে ঠিক সাফল্য এনে দিতে পারব৷’