TRENDING:

পেটের টানে এক হয়ে মিছিল বিজেপি, বাম ও তৃণমূলের

Last Updated:

রাজ্যে এখন দুই শিবির যুযুধান হলেও রুজির টানে, পেটের তাগিদে মিলেমিশে এক হয়ে গেল পদ্ম আর ঘাসফুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মগড়া: রাজ্যে এখন দুই শিবির যুযুধান হলেও রুজির টানে, পেটের তাগিদে মিলেমিশে এক হয়ে গেল পদ্ম আর ঘাসফুল। এমনই ছবি দেখা গেল মগড়ায়। হাতে হাত মিলিয়ে দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ মিছিলে সামিল হল তৃণমূল ও বিজেপি সমর্থকরা৷ বাদ গেল না বামেরাও।
advertisement

হাওড়া বর্ধমান মেন শাখায় কয়েক হাজার হকার ট্রেনে হকারি করেন। তাদের অভিযোগ, রেল পুলিশ বিনা কারণে তাদের হেনস্থা করে । মোটা টাকা জরিমানা করে, মিথ্যে কেস দেয় । এমন অবস্থায় তাদের হকারি করে সংসার চালানো দায় হয়ে গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

রুজির টানে তাই বিবাদ ভুলে রেল পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামে তৃণমূল-বিজেপি। এখানে তাদের কোন ভেদ নেই বলছেন হকাররা । এদিন পান্ডুয়া, রসুলপুর, থেকে হকাররা মগরা আরপিএফ অফিসে এসে বিক্ষোভ দেখায় ও প্রতিবাদ মিছিল করে আরপিএফ অফিসে ডেপুটেশান জমা দেয় । হকার হয়রানি বন্ধ না হলে প্রতিবাদ হবে,বড় আন্দোলন হবে এক যোগে জানিয়ে দেন আন্দোলনকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেটের টানে এক হয়ে মিছিল বিজেপি, বাম ও তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল