TRENDING:

TMC: ছাব্বিশের ভোটের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলের, দল ছাড়ার হিড়িক! কোন ক্ষোভে পর পর পদত্যাগ?

Last Updated:

বেলপাহাড়ির বিনপুরের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতকে সদ্য তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং, ঝাড়গ্রাম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে তৃণমূল ছাড়লেন প্রায় ৯০০ কর্মী সমর্থক৷ যদিও আপাতত তাঁরা নতুন কোনও দলে যোগদান করছেন না তাঁরা৷
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

জানা গিয়েছে, বেলপাহাড়ির বিনপুরের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতকে সদ্য তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরানো হয়। যুব সভাপতির বহিষ্কার নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছিল বিনপুর ২ নম্বর ব্লক জুড়ে।

সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল এবার৷ ব্লক স্তরের যুব সভাপতির অপসারণের প্রতিবাদে বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, সন্দাপাড়া, শিলদা, ভেলাইডিয়া ও হাড়দা অঞ্চলের যুব সভাপতিরা এ দিন তাঁদের পদ থেকে পদত্যাগ করলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিষয়টি জেলার যুব সভাপতিকে জানানো হয়েছে কিন্তু তিনি কোনও ভাবেই বিষয়টি নিয়ে কর্নপাত করেনি। তাই বাধ্য হয়েই পদত্যাগ করলেন তাঁরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান জমিতে পোকার উৎপাত! নষ্ট হচ্ছে ফসল! কীভাবে মিলবে রেহাই? জানুন সহজ উপায়
আরও দেখুন

আরও অভিযোগ, নিজেদের ক্ষোভের কথা জানাতে নেতা, কর্মীরা ফোন করলেও তা তোলেন না জেলা স্তরের যুব সভাপতি৷ অপসারিত ওই নেতার অনুগামীদের অভিযোগ, অথচ এই রাজীব মাহাতই ২০১০ সালেরআরএমএস কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থী ছিলেন, ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্লক যুব সভাপতির দায়িত্বে ছিলেন তিনি৷ দলের কাজের জন্য নিজের চাকরিও রাজীব ছেড়ে দেন বলে দাবি তাঁর অনুগামীদের৷ রাজীব মাহাতকে চক্রান্ত করে দল থেকে তাড়ানোর অভিযোগে এ দিন পাল্টা পদত্যাগ করতে শুরু করেন বিনপুর এলাকার নিচুতলার নেতা কর্মীরা৷ পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছেন জেলার শীর্ষ নেতৃত্ব৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: ছাব্বিশের ভোটের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলের, দল ছাড়ার হিড়িক! কোন ক্ষোভে পর পর পদত্যাগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল