সন্তু মল্লিক, হাওড়া: ব্লক কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজার।
হাওড়া সদর এবং হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন ব্লক সভাপতি সহ তৃণমূলের পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে শনিবার। আর সেই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই নিজের পদ থেকে পদত্যাগ করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।
advertisement
সূত্রের খবর, ইতিমধ্যে তিনি তার পদত্যাগপত্র দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন। বিধায়ক সমীর পাঁজা বলেন, ”আমি আমতা, উলুবেড়িয়া উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। সেই সময় দলীয় নেতৃত্ব এই নিয়ে আমাদের নিয়ে বৈঠক করার কথাও বলেছিলেন। যদিও এরপর এই নিয়ে আর কোনও বৈঠক হয়নি।”
তাঁর সংযোজন, ”এমনকি আমি একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ওঁকে ফোনে পাইনি। আর আমাদের নিয়ে বৈঠকের আগেই আজ দলের তরফে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমি যে তিনটি কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম, সেই কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোনও পরিবর্তন করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে আমি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।”