TRENDING:

Shantanu Banerjee: বাবার মৃত্যুতে সরকারি চাকরি, সপ্তাহে একবার অফিসে মুখ দেখাতেন শান্তনু

Last Updated:

শুধু জেলা পরিষদের কর্মাধক্ষই নন, শান্তনু রাজ্য বিদ্যুৎ নিগমে সরকারি চাকরিও করতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৈকত বিশ্বাস, বলাগড়: গতকালই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। হুগলির জেলা পরিষদের সদস্য ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ, স্কুলে চাকরি পেতে কোন প্রার্থীর থেকে কত টাকা নেওয়া হবে, তা ঠিক করতেন তিনিই। আর গ্রেফতারির পর থেকেই সামনে আসতে শুরু করেছে শান্তনুর একের পর এক কীর্তি। তার মধ্যে রয়েছে শান্তনুর বিপুল সম্পত্তিও।
তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়৷
advertisement

শুধু জেলা পরিষদের কর্মাধক্ষই নন, শান্তনু রাজ্য বিদ্যুৎ নিগমে সরকারি চাকরিও করতেন। বাবার মৃত্যুর পর এই চাকরি পেয়েছিলেন শান্তনু৷ বলাগড়ে রাজ্য বিদ্যুৎ নিগমের অফিসেই চাকরি করতেন তিনি৷ তবে তৃণমূলে পদ পাওয়ার পর প্রভাব বাড়তেই অফিস যাওয়া কার্যত বন্ধ করে দেন তিনি৷ শান্তনুর সহকর্মীরাই জানাচ্ছেন, সপ্তাহে একবার অফিস যেতেন তৃণমূলের এই যুবনেতা৷ সঙ্গে থাকত কনভয় এবং নিরাপত্তাকর্মীরা৷ অফিসে গিয়ে খাতায় সই করেই ফিরে আসতেন শান্তনু৷

advertisement

আরও পড়ুন: অবসরে নাটক আর পেশা ছিল মোবাইলের সিম বিক্রি, সেই শান্তনু এখন রেস্তরাঁর মালিক, রহস্য!

তৃণমূল নেতার প্রভাব এবং দাপটের কথা জেনে এর প্রতিবাদ করতে পারেননি কেউই৷ দিনের পর দিন শান্তনু এমন অনিয়ম চালিয়ে গেলেও কেন বিদ্যুৎ পক্ষ থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নও উঠছে৷

advertisement

মাত্র কয়েক বছর আগেও শান্তনু হুগলির জিরাটে একটি টিনের দোকানে মোবাইল সারানোর কাজ করতেন বলে জানাচ্ছেন স্থানীয়রা৷ কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর এবং দলে তাঁর প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে শান্তনুর জীবনযাপন৷ একের পর এক সম্পত্তির মালিক হয়ে যান শান্তনু৷ হুগলির বলাগড়ে একটি বিলাসবহুল ধাবা এবং হুক্কা বার রয়েছে তাঁর৷

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকা সরেছে ভিন রাজ্যেও, সিবিআই হঠাৎ পেল বিশাল খবর, দেখুন

বলাগড়ে গঙ্গার ধারে একটি রিসর্টের মালিকও শান্তনু৷ বলাগড়ে আরও একটি অতিথিশালা রয়েছে এই তৃণমূল যুবনেতার৷ বলাগড়েই একটি বিলাসবহুল বাড়িও রয়েছে শান্তনুর৷ চন্দনগরের একটি নামী আবাসনে শান্তনুর ১৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাটেরও খোঁজ মিলেছে৷ স্কুলে চাকরি বিক্রির টাকাতেই শান্তনু এই বিপুল সম্পত্তি করেছেন কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

গ্রেফতারির পর এ দিনই শান্তনুকে আদালতে পেশ করে ইডি৷ আদালতে ঢোকার সময় অবশ্য শান্তনু দাবি করেছেন, তিনি নির্দোষ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantanu Banerjee: বাবার মৃত্যুতে সরকারি চাকরি, সপ্তাহে একবার অফিসে মুখ দেখাতেন শান্তনু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল