কেশিয়াড়ির ডাডরা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় ওরফে ঝাড়েশ্বর সাঁতরা স্থানীয় ৬ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন। মঙ্গলবার রাতে দলীয় বৈঠকে অংশ নিতে নচিপুরে যান তিনি। সেখান থেকে রাত আটটা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন ঝাড়েশ্বর। অভিযোগ,
ভসরাঘাটে ঢোকার সময় তাঁর ওপর চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীর দল। তাঁকে লক্ষ করে তির ছোড়া হয়। পায়ে তির লাগায় বাইক থেকে পড়ে যান তিনি। মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর তাঁর চোখ উপড়ে নেওয়া হয় বলে অভিযোগ। খুনের পর রাস্তার ধারে ফেলে দেওয়া হয় দেহ।
advertisement
সকালে দেহ উদ্ধারের পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ এনে দফায় দফায় চলে রাস্তা অবরোধ।
দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কেশিয়াড়ি থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের।
এরপর কেশিয়াড়ি বাসস্ট্যান্ডের সামনে বিজেপির পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।