TRENDING:

TMC leader attacked in Tamluk: মারের চোটে প্রায় বিবস্ত্র, তৃণমূলের প্রধানকে রাস্তায় ফেলে বেদম পেটালো বিজেপি কর্মীরা

Last Updated:

ঘটনাস্থলে পুলিশ কর্মী মোতায়েন করা থাকলেও তাঁরা সংখ্যায় ছিলেন কম৷ ফলে কার্যত এলোপাথাড়ি মারধর চলতে থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জামাকাপড় ছিঁড়ে গিয়েছে৷ জাতীয় সড়কের উপর দিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান৷ আর তার পিছন পিছন ছুটছেন মারমুখী বিজেপি কর্মীরা৷ এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের তমলুক৷ শেষ পর্যন্ত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ৷
আক্রান্ত তৃণমূল নেতা তারক জানা (আকাশি পাঞ্জাবি)৷ প্রাণভয়ে পালাচ্ছেন তিনি (ডান দিকে)৷
আক্রান্ত তৃণমূল নেতা তারক জানা (আকাশি পাঞ্জাবি)৷ প্রাণভয়ে পালাচ্ছেন তিনি (ডান দিকে)৷
advertisement

বিজেপি-র নবান্ন অভিযানের দিন এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের তমলুকের সোনাপেতায়৷ এ দিন সকালে নবান্ন অভিযানে যোগ দিতে বাসে করে কলকাতায় আসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা৷ অভিযোগ, সোনাপেতায় জাতীয় সড়কের উপরে টোল প্লাজার কাছে রাস্তার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলতে শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা৷

advertisement

টোলপ্লাজার পাশেই ছিল রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস৷ মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া হচ্ছে দেখে তার প্রতিবাদ করেন তারকা জানা নামে ওই পঞ্চায়েত প্রধান৷ সেই সময়ই তাঁকে কার্যত ঘিরে ধরেন বিজেপি নেতা, কর্মীরা৷ এর পরেই শুরু হয় মারধর৷ লাঠি, ছাতা হাতের কাছে যা ছিল, তাই নিয়েই তৃণমূল নেতার উপরে চড়াও হন বিজেপি কর্মী, সমর্থকরা৷

advertisement

আরও পড়ুন: অবিশ্বাস্য! বিজেপির নবান্ন অভিযান ভোঁতা করতে অভিনব কৌশল, কটাক্ষ বিজেপির

ঘটনাস্থলে পুলিশ কর্মী মোতায়েন করা থাকলেও তাঁরা সংখ্যায় ছিলেন কম৷ ফলে কার্যত এলোপাথাড়ি মারধর চলতে থাকে৷ মারের চোটে তৃণমূল নেতার পাঞ্জাবি, ভিতরে থাকা গেঞ্জি সবই ছিঁড়ে যায়৷ বিজেপি কর্মীদের নাগাল এড়িয়ে কোনওক্রমে পঞ্চায়েত অফিসের দিকে দৌড়তে থাকেন তিনি৷ তখনও তাঁকে ধাওয়া করেন বিজেপি কর্মীরা৷

advertisement

শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধানকে উদ্ধারে এগিয়ে আসেন টোল প্লাজার এক কর্মী৷ কিন্তু তাঁর নাগাল থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে ফের রাস্তায় ফেলে শুরু হয় তৃণমূল নেতাকে৷ মারধরের ফলে কার্যত বিবস্ত্র হওয়ার অবস্থা হয় তৃণমূল নেতার৷ শেষ পর্যন্ত কয়েকজন পুলিশকর্মী এসে কোনওক্রমে তৃণমূল নেতাকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে দেয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

পরে তারক জানা নামে ওই তৃণমূল নেতা বলেন, 'মুখ্যমন্ত্রী কাল নিমতৌড়ি আসবেন বলে তাঁর ছবি লাগানো হয়েছিল৷ সেই ছবি ছেঁড়া হচ্ছে দেখে আমি প্রতিবাদ করি৷ তখনই আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে৷ আমায় প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল৷' হামলাকারী বিজেপি নেতা, কর্মীদের তিনি চেনেন বলেও জানিয়েছেন তারক জানা৷ এই ঘটনায় অবশ্য বিজেপি-র প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC leader attacked in Tamluk: মারের চোটে প্রায় বিবস্ত্র, তৃণমূলের প্রধানকে রাস্তায় ফেলে বেদম পেটালো বিজেপি কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল