গ্রাম পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের বেলিয়াতোড় এলাকার তৃনমূল যুব নেতা অরিন্দম চক্রবর্তীর। পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও শেষ পর্যন্ত তৃনমূলের প্রার্থীর কাছে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়। তবে নির্বাচনপর্ব মিটতেই তৃনমূলের যুব নেতা আজ নিজের কুড়িজন অনুগামী ও তাঁদের পরিবার সহ যোগ দিলেন বিজেপিতে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে দলে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ। বিজেপিতে যোগ দিয়ে তৃনমূলের যুব নেতার হুঁশিয়ারি, আগামীদিনে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এলাকায় আন্দোলন আরও তীব্রতর করাই হবে তাঁর লক্ষ্য়।
advertisement
তৃণমূল যুব নেতা সহ কুড়িটি পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় বেলিয়াতোড় এলাকায় বিজেপির শক্তিবৃদ্ধি হল বলে দাবী বিজেপির জেলা নেতৃত্বের। তৃণমূলের দাবি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করা কোনও ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি নির্বাচনের আগে যোগদানের যে নাটক করেছে এখনও সেই একই নাটক করছে।