কলকাতা: শান্তিনিকেতনে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির রহস্যজনক মৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতের ধোল্টিকুড়ি গ্রামে চাঞ্চল্য ছড়াল প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি মদন লোহার (৫০) রহস্যজনক মৃত্যুকে ঘিরে। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।
advertisement
রবিবার সকালে গ্রামের মাঝ মাঠ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মদন লোহাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতদেহের অবস্থান ও পরিস্থিতি দেখে সন্দেহ আরও ঘনিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি, আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
