চঞ্চল মোদক, চোপড়া: তৃণমূল নেতার গাড়ির ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যু এক স্কুল পড়ুয়ার। মৃত কিশোরীর নাম নেহা পারভিন(৭)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালিগঞ্জ এলাকায়।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুলাই সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় চোপড়ার তৃণমূল নেতা জাকির আবেদিনের গাড়িতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত কিশোরীকে ওই নেতার গাড়িতেই প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ তারপর তারা পালিয়ে যায়। আহত কিশোরী আশঙ্কাজনক থাকায় কর্মরত চিকিৎসক আহত কিশোরীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করেন।
থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ কোনও রিসিভ কপি দেয়নি বলেও অভিযোগ পরিবারের। শনিবার গভীর রাতে কিশোরীর মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে এখনও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কিশোরীর পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি প্রভাবশালী নেতা জাকির আবেদিন সহ তিনজনকে গ্রেফতার করতে হবে। স্থানীয়রা দাবি তুলেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার করা হচ্ছে আর থানা থেকে রিসিভ কপি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলবে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা জাকির আবেদিনের পাল্টা দাবি, ওই পড়ুয়া রাস্তায় জখম অবস্থায় পড়েছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছন তিনি।