নিজের ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি না হতে পাড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি, এবং নতুন সহ-সভাপতিও তার পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি ,পাশাপাশি আজ পূর্ব ঘোষিত বিজয়া সম্মেলনি অনুষ্ঠান বাতিল করলেন আগের ব্লক সভাপতি, এছাড়াও আরও বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব নিজেদের পদ ছাড়ার হুঁশিয়ারি দিলেন।
আরও পড়ুনঃ দার্জিলিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মুখ্যমন্ত্রীর আঁকা ছবি-সহ পুড়ে ছাই শিল্পীর ঘর
advertisement
ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদ এক নম্বর ব্লকের ঘটনা। আজ, রবিবার তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন পদ নতুন করে ঘোষিত হয়। সেই ঘোষণা অনুযায়ী তৃণমূলের হাসনাবাদ ১ নম্বর ব্লক কমিটির সভাপতির নাম ঘোষিত হয় আনন্দ সরকারের, সহ-সভাপতি হয়েছেন গৌতম কয়াল।এখানকার আগের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম এই আমিরুল ইসলাম হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির পদেও আছেন ।
আজ, রবিবার আগের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান ছিল হাসনাবাদের বরুণহাটে। আজ নতুন সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই আগের সভাপতি আমিরুল ইসলাম বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বাতিল করেন। অনুষ্ঠান শুরু হওয়ার আর কয়েক ঘণ্টা বাকি ছিল । অনুষ্ঠান বাতিল হওয়ায় চেয়ার, ব্যানার-সহ সবই খুলে ফেলা হচ্ছে । পাশাপাশি তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং নতুন সহ-সভাপতি গৌতম কয়াল তার নিজের পদ ছাড়ার হুঁশিয়ারি দিলেন । সঙ্গে আরও বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব তারাও নিজেদের পদ ছাড়ার হুশিয়ারি দিয়েছেন।
তাদের অভিযোগ- ‘নতুন ব্লক সভাপতি আনন্দ সরকার বিজেপি ঘনিষ্ঠ এবং তৃণমূলের বিরোধিতা করে। আনন্দ সরকারকে ব্লক সভাপতি করবে না এমনটাই কথা দিয়েছিল জেলা সভাপতি এবং বিধায়ক । কিন্তু তারপরেও তাকে ব্লক সভাপতি করল। তাই আমি সহ আমাদের অন্যান্য নেতৃত্ব তাদের পথ ছেড়ে দেবে।’