যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। এটা বিজেপির সঙ্গে ডেকোরেটরের আভ্যন্তরীণ বিষয়।’’ ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কলকাতা হাইকোর্ট লাইট হাউজের ময়দানে সভা করার অনুমতি দিয়েছে। তৃণমূল ভয় পেয়েছে তাই 'কয়লা ভাইপো'-র নির্দেশে বিজেপির সভা বানচাল করতে উঠেপড়ে লেগেছে তৃণমূলিরা। তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক সভা বানচাল করার শনিবারের সভা নির্ধারিত জায়গাতেই হবে।’’
advertisement
আরও পড়ুন- পরেশ রাওয়ালের বক্তব্যের তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের
ট্যুইটে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, ‘‘কয়লা ভাইপো-র ক্ষমতা থাকলে সভা আটকে দেখাক।’’ এদিকে ডায়মন্ড হারবারের সভাস্থলে শাসক দলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিভিন্নভাবে আমাদের সভা বানচাল করার চেষ্টা করছে তৃণমূলের হার্মাদ বাহিনী । যেমন করে হোক এই সভা হবেই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি সভাস্থলে নির্দিষ্ট সময়েই পৌঁছবেন।’’
প্রসঙ্গত, আজ, শনিবার একদিকে শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে শান্তিকুঞ্জের অদূরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পাল্টা সভার ডাক দিয়েছে বিজেপি। যে সভায় আজ প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুই সভা থেকে দুই ফুল শিবিরের দুই নেতা কী বলেন সেদিকেই নজর এখন রাজনৈতিক মহলের। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যুযুধান দুই শিবিরের সভা ঘিরে টগবক করে ফুটতে শুরু করেছে রাজনৈতিক ময়দান।