ঘটনায় আহত আব্দুল আলী নামে এক ব্যক্তি জানান, '' পঞ্চায়েত নির্বাচনের আগে সদস্য বাছাইয়ের জন্য আজ আমরা গিয়েছিলাম। কী করে জানব আমাদের গুলি করা হবে? আমারও গুলি লেগেছে।''
অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে অনৈতিক ভাবে বাছাই চলছিল। একটি পঞ্চায়েত সদস্যের জন্য দুটো করে প্রতিদ্বন্দ্বী। কোর কমিটির সদস্যরা এসে দু'জনকে বাছাই করে নিয়ে চলে যায়। মিটিং সেরে বাড়ি যাওয়ার পথে হঠাৎই চলে গুলি। দু'জনের নাম বাছাই করা যাবে না, একজনেরই নাম বাছাই করতে হবে, এই নিয়ে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। চলে গুলি। জানা যায়, যাঁর গুলি লেগেছে, তাঁর ভাইয়ের নাম পাঠানো হয়েছিল সদস্যের বাছাই হিসেবে। আরও একজনের পায়ে গুলি লেগেছে, তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে গোলাগুলির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপরায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Clash at Chopra: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র চোপড়া, গুলিবিদ্ধ হয়ে মৃত ২, আহত একাধিক