পরিবারের অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে দু'জনকে কোপানো হয় দু’জনকে। পিঠে ও মাথায় গুরুতর আঘাত নিয়ে দু'জনকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিজেপি প্রার্থীর উপস্থিতিতে হামলা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: LIVE: চলছে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত
কড়া নিরাপত্তার মধ্যে আজ শুরু হয়েছে পঞ্চায়েত ভোট ৷
• রাজ্যে মোট জেলা পরিষদ আসন ৮২৫ - তার মধ্যে ৬২১ আসনে ভোট সোমবার - জেলা পরিষদের ২০৩ আসনে ভোট হবে না - গাজোল আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত
advertisement
• পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ২১৭ - এর মধ্যে ৬ হাজার ১৫৭টি আসনে ভোট সোমবার - ভোট হবে না পঞ্চায়েত সমিতির ৩ হাজার ৫৯ আসনে - করিমপুরে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ৷
• গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৪৮ হাজার ৬৫০ - গ্রাম পঞ্চায়েতে ৩১ হাজার ৮২৭ আসনে ভোট সোমবার - গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮১৪ আসনে ভোট হবে না - প্রার্থীর মৃত্যুতে ৯টি আসনে ভোট স্থগিত