পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি’র অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, ‘‘সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল। আমরা জানতে পেরে আটকেছি। ভোটার কার্ড, ব্যালট পেপার, বিভিন্ন ভাতার আবেদন পত্র টিনের বাক্স ছিল।’’
advertisement
পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি তানসেন মণ্ডল বলেন, বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। গত মাসের ১২ তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে।
আরও পড়ুন: বুধের উদয়ে জেগে উঠবে ৪ রাশির ঘুমিয়ে থাকা ভাগ্য! সুখ, সমৃদ্ধি, সফলতা হাতের মুঠোয়…টাকার বৃষ্টি
ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় আশি হাজার টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকায়। বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে। কোন ভাল কাজ উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না।
