TRENDING:

TMC: এক-দুই নয়...! ৩৪ জন 'বিরোধী' যোগ দিলেন তৃণমূলে, শহিদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হল যোগদান?

Last Updated:

TMC: ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি-সহ ৩৪ জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি-সহ ৩৪ জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিপুল সংখ্যক বিরোধীদের একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে তোলপাড় পরে গিয়েছে মথুরাপুরে।
কোথায় হল যোগদান?
কোথায় হল যোগদান?
advertisement

২১ শে জুলাই শহিদ দিবসের আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা-সহ বিরোধী দলের মোট ৩৪ জন জনপ্রতিনিধি—গ্রাম সভার সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য—তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

আরও পড়ুন: টানটান হয়ে যাবে মুখ…! রাতে ঘুমোনোর আগে দুই প্রাকৃতিক ‘জিনিস’ দিয়ে করুন ‘ম্যাসাজ’, সাতদিনেই দেখুন তফাৎ, চেহারা হবে পূর্ণিমার ‘চাঁদ’!

advertisement

রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার। তাঁর হাত থেকেই বিরোধীদলের নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।

আরও পড়ুন: ঝমঝমাঝম বৃষ্টি….! আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের ৮ জেলা কাঁপাবে ভারী বৃষ্টি, সোম থেকে বৃহস্পতি কী পূর্বাভাস উত্তরে? কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

advertisement

তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।”

সভা থেকে বাপি হালদার বলেন, “মথুরাপুরে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়নের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই যোগদান।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আনিশ উদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: এক-দুই নয়...! ৩৪ জন 'বিরোধী' যোগ দিলেন তৃণমূলে, শহিদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হল যোগদান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল