২১ শে জুলাই শহিদ দিবসের আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা-সহ বিরোধী দলের মোট ৩৪ জন জনপ্রতিনিধি—গ্রাম সভার সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য—তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
advertisement
রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার। তাঁর হাত থেকেই বিরোধীদলের নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।
তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।”
সভা থেকে বাপি হালদার বলেন, “মথুরাপুরে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়নের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই যোগদান।”
আনিশ উদ্দিন মোল্লা