এই মুহূর্তে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী জিনাত। ১২ থেকে ১৫টি বনদফতরের টিম নজরদারি চালাচ্ছে সর্বক্ষণ। তবু সাফল্য পাওয়া যায়নি। বনকর্মীরা বুঝতে পারছেন আশপাশের এক কিলোমিটারের মধ্যেই কোথাও রয়েছে সে। কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না। ঘুমপাড়ানি গুলি, টোপ, ফাঁদ, খাঁচা বন্দি করে বাঘিনীটিকে ধরার চেষ্টা কার্যত ব্যর্থ। বাংলা, ওড়িশার বনদফতরের বাঘ বিশেষজ্ঞরা রয়েছেন।
advertisement
শনিবার রাতে বেলপাহাড়ির ঘন জঙ্গলে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে কার্যকরী না হওয়ায় বাঘিনী জিনাতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বনদফতরের। রবিবার সকালেই ঝাড়গ্ৰাম পেরিয়ে পুরুলিয়ায় ঢুকে পড়ে সে। সর্বত্র খবর ছড়িয়েছিল ওড়িশা থেকে জোড়া বাঘিনী যমুনা এবং জিনাত বাংলায় ঢুকেছে। রবিবার সকালে স্বস্তি দিয়ে দুই রাজ্যের বনদফতর ঘোষণা করেছে যমুনা নেই বাংলায়। রেডিও কলারের তথ্য অনুযায়ী আপাতত বাঘিনী যমুনার অবস্থান বালাসোর জঙ্গলে। বান্দোয়ানের জঙ্গলে একাই রয়েছে জিনাত। ঝাড়গ্রাম, পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝাড়খণ্ড ছুঁয়ে রয়েছে ময়ূরঝরনা হস্তি প্রকল্প। জিনাতের গলায় থাকা রেডিও কলারের তথ্য অনুযায়ী রাতভর হস্তি প্রকল্পের আওতায় থাকা জঙ্গলেই ছিল জিনাত। এই জঙ্গলেই ঘাপটি মেরে আছে সে।