TRENDING:

Tigress Zeenat: কাছেই কোথাও রয়েছে...! তবু জিনাতকে ধরতে ব্যর্থ বন দফতর, এলাকা থেকে স্থানীয়দের দূরে থাকার পরামর্শ

Last Updated:

বন দফতর সূত্রে খবর, তারা জিনাতকে ক্রমাগত অনুসরণ করেই চলেছে, পুরুলিয়ার জঙ্গলেও এসে পৌঁছেছে। বাঘিনীকে ধরতে রবিবার সকাল থেকেই নানা রকম চেষ্টা চালাচ্ছে তারা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্রজি মণ্ডল, পুরুলিয়া: বাঘের এলাকা থেকে মানুষকে দূরে থাকার পরামর্শ দিল বন দফতর। বন দফতর সূত্রে খবর, তারা জিনাতকে ক্রমাগত অনুসরণ করেই চলেছে, পুরুলিয়ার জঙ্গলেও এসে পৌঁছেছে। বাঘিনীকে ধরতে রবিবার সকাল থেকেই নানা রকম চেষ্টা চালাচ্ছে তারা।
News18
News18
advertisement

এই মুহূর্তে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বাঘিনী জিনাত। ১২ থেকে ১৫টি বনদফতরের টিম নজরদারি চালাচ্ছে সর্বক্ষণ। তবু সাফল্য পাওয়া যায়নি। বনকর্মীরা বুঝতে পারছেন আশপাশের এক কিলোমিটারের মধ্যেই কোথাও রয়েছে সে। কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না। ঘুমপাড়ানি গুলি, টোপ, ফাঁদ, খাঁচা বন্দি করে বাঘিনীটিকে ধরার চেষ্টা কার্যত ব্যর্থ।  বাংলা, ওড়িশার বনদফতরের বাঘ বিশেষজ্ঞরা রয়েছেন।

advertisement

আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! ৩ মিনিটে হয়ে যাচ্ছে ২০ খানা…সেঁকার ঝক্কি শেষ, একবার জেনে নিলেই বাঁচবে অনেক সময়

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

শনিবার রাতে বেলপাহাড়ির ঘন জঙ্গলে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে কার্যকরী না হওয়ায় বাঘিনী জিনাতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বনদফতরের। রবিবার সকালেই ঝাড়গ্ৰাম পেরিয়ে পুরুলিয়ায় ঢুকে পড়ে সে। সর্বত্র খবর ছড়িয়েছিল ওড়িশা থেকে জোড়া বাঘিনী যমুনা এবং জিনাত বাংলায় ঢুকেছে। রবিবার সকালে স্বস্তি দিয়ে দুই রাজ্যের বনদফতর ঘোষণা করেছে যমুনা নেই বাংলায়। রেডিও কলারের তথ্য অনুযায়ী আপাতত বাঘিনী যমুনার অবস্থান বালাসোর জঙ্গলে। বান্দোয়ানের জঙ্গলে একাই রয়েছে জিনাত। ঝাড়গ্রাম, পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝাড়খণ্ড ছুঁয়ে রয়েছে ময়ূরঝরনা হস্তি প্রকল্প। জিনাতের গলায় থাকা রেডিও কলারের তথ্য অনুযায়ী রাতভর হস্তি প্রকল্পের আওতায় থাকা জঙ্গলেই ছিল জিনাত। এই জঙ্গলেই ঘাপটি মেরে আছে সে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tigress Zeenat: কাছেই কোথাও রয়েছে...! তবু জিনাতকে ধরতে ব্যর্থ বন দফতর, এলাকা থেকে স্থানীয়দের দূরে থাকার পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল