রবিবার ভোররাতে বান্দোয়ানের চিরুডি পাহাড়ে অবস্থানের সংকেত দিয়ে সেই যে আত্মগোপন করেছে যমুনা, তারপর সোমবার ফের ভোররাতে তার অবস্থান পাওয়া যায়। এই মুহূর্তে বাঘিনীর অবস্থান বান্দোয়ানের চিরুডি এলাকায়।
বনকর্মীদের অনুমান, বাঘিনী যমুনা ব্রিজ পেরিয়ে ডানদিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়ার দিকে যাওয়ার সম্ভাবনা। সোজা হাঁটলে পুরুলিয়া। গতকাল ঘাটশিলার দিকে মোমেন্ট করেও ফের বান্দোয়ানে ফিরে এসেছে বাঘিনী। তবে এখন তার অবস্থান অনুযায়ী পুনরায় কাঁকড়াঝোড়ের দিকে আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: ক্যানসারের যম, ডায়াবেটিসের ১২টা বাজায় এই সবুজ পানীয়! খেলেই হাজার হাজার উপকার
বান্দোয়ানের পাশাপাশি বেলপাহাড়ি এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু দিনেই নয়, রাতেও এলাকায় টহল দিচ্ছে সিআরপিএফ।
সাধারণ মানুষের জঙ্গলে পাতা, কাঠ কুড়ানো বা গরু, ছাগল চরানোয় নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আতঙ্কের পাশাপাশি কিছুটা সমস্যাতেও রয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: একটা কমছে-একটা উঠছে! শীতেও মুখে ভরে যাচ্ছে গোটা-ব্রণ-র্যাশ? রইল ম্যাজিক টিপস
বাঘের আতঙ্কে বন্ধ উদলবনী প্রাথমিক বিদ্যালয়। বাঘ নতুন ঠিকানায় ক্রমশ ঠিকানা বদলাচ্ছে বাঘিনী। এই বাঘিনীর ঠিকানা নিয়ে দ্বন্দ্বে বন দফতরের কর্তারা। বাঘিনীর ভয়ে স্কুল বন্ধ এবার পুরুলিয়ার বান্দোয়ানের উদলবনী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের শিক্ষক এলেও ছাত্রছাত্রীরা না আসায় বন্ধ হয়ে গেল স্কুল। বন্ধ মিডডে মিলের রান্না। আতঙ্কে গোটা গ্রাম।
রাজু সিং