TRENDING:

মিছিল ঘিরে রণক্ষেত্র পাত্রসায়র, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ৩ ছাত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁকড়ডাঙা: শনিবার, মিছিল ঘিরে রণক্ষেত্র বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকড়ডাঙা। গুলিবিদ্ধ অষ্টম শ্রেণির এক ছাত্র-সহ তিন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে তিন জনই। চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। থমথমে এলাকা।
advertisement

কাঁকড়ডাঙা মোড়ের কাছে বাউড়ি পরিবার, শনিবার গুলিবিদ্ধ হয় তাপস ও সৌমেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে ৷ শনিবার খবরের শিরোনামে উঠে আসে বাঁকুড়ার পাত্রসায়রের এই কাঁকড়ডাঙা এলাকা। এখান থেকে কিছুটা গেলেই বর্ধমান জেলা।

কাঁকড়ডাঙায় তৃণমূলের মিছিল পৌঁছনর পর গন্ডগোলের সূত্রপাত। সাধারণ মিছিল ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনাস্থলে ছিলেন স্থানীয় যুবক তাপস বাউড়ি ও টুলুপ্রসাদ খাঁ। ঠিক সেসময়েই টিউশন থেকে বাড়ি ফিরছিল তাপসের ভাই অষ্টম শ্রেণির ছাত্র সৌমেন। দাদাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সৌমেনও। আপাতত, বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি তিন জন। শনিবারের ঘটনার পর এখনও থমথমে কাঁকড়ডাঙা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মিছিল ঘিরে রণক্ষেত্র পাত্রসায়র, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ৩ ছাত্র