TRENDING:

বাইকে হাসপাতাল যাচ্ছিলেন করোনা আক্রান্ত যুবক ! তাঁকে আটক করে কোয়ারেন্টাইনে পুলিশ !

Last Updated:

অ্যাম্বুলেন্স না থাকায় বাইকে করেই সে যাচ্ছিল হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: পুলিশ অসতর্কতায় এবার কোয়ারেন্টাইনে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তিন কর্মী । একজন ট্রাফিক কনস্টবল, একজন সিভিক পুলিশ সহ এক ট্রাফিক হোম গার্ডকে ভর্তি করা হলো ডুমুরজলা কোয়ারেন্টাইন সেন্টারে । ঘটনাস্থল হাওড়ার সালকিয়া চৌরাস্তা ।বৃহস্পতিবার সকালে নাকা চেকিংয়ের সময় এক যুবক বাইক করে বেলুড়ের দিক থেকে পিলখানার দিকে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মী বাইক আরোহী যুবককে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।কথা বলার সময় তার শরীরে স্পর্শ করে এক সিভিক পুলিশ।এমনকি বাইকটিকে বাজেয়াপ্ত করে সেটিকে চালিয়ে নিয়ে যাই এক হোমগার্ড।
advertisement

অনেক্ষণ যুবককে বসিয়ে রাখার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর চিকিৎসা করতে আসা কাগজ দেখে চক্ষু চড়কগাছ  পুলিশ কর্মীদের।  যুবকের কাছে থাকা কাগজ দেখে জানা যাই হাওড়া পিলখানার ওড়িয়া পাড়ার বাসিন্দা এই যুবক জ্বর ও গলা ব্যথা নিয়ে হাওড়ার সত্যবালা আই ডি হাসপাতালে যায়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর তাকে হাওড়ার করোনা হাসপাতাল অর্থাৎ গোলাবাড়ি থানার সামনে একটি বেসরকারি হাসপাতালে রেফার করে।  অ্যাম্বুলেন্স না থাকায় বাইকে করেই সে যাচ্ছিল হাসপাতালে। ঘটনার কথা প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে পুলিশ মহলে। বাইক আরোহী যুবককে ভর্তি করা হয় হাওড়ার  বেসরকারি হাসপাতালে। ভর্তি করা হলে রাতে যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট  পজিটিভ আসে। তারপরেই তিন পুলিশ কর্মীকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়। তিন পুলিশ কর্মীকে ডুমুরজলা কোয়ারেন্টাইনে নজরদারিতে রাখা হয়েছে । পুলিশের এমন অসতর্কতা করোনা যুদ্ধে অনেকটাই চিন্তায় ফেলেছে পুলিশ আধিকারিকদের । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ মহলে । রাস্তায় দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা । ইতিমধ্যেই হাওড়া দুটি থানার তিনজন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে, অনেক পুলিশ কর্মী রয়েছে কোয়ারেন্টাইনে | তার মধ্যে সালকিয়ার এই ঘটনা কপালে ভাজ প্রশাসনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

DEBASHISH CHAKRABORTY

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইকে হাসপাতাল যাচ্ছিলেন করোনা আক্রান্ত যুবক ! তাঁকে আটক করে কোয়ারেন্টাইনে পুলিশ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল