রাজ্যে আবার নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। এবার নির্যাতনের শিকার সপ্তম শ্রেণীর ছাত্রী, বয়স ১২ বছর। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার পাঁচ দিন আগে পরিচয় হয় এক টোটো চালকের সঙ্গে।
advertisement
জানা গিয়েছে গতকাল, অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা নাবালিকার পড়া থেকে যখন ছুটি হয় তখন ওই নাবালিকাকে ফোন করে দেখা করার কথা বলে ওই টোটো চালক। তারপরে টোটো করে ওই নাবালিকাকে একটি জায়গায় যাচ্ছিল ওই টোটোচালক, তখব এক বন্ধুকে ফোন করে ডাকে অভিযুক্ত।
তারপরে ওই নির্যাতিতাকে দুই যুবকের মধ্যে একজনের ভাড়াবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জোর করে ওই নাবালিকাকে ধর্ষণ করে ওই দুই যুবক এমনটাই অভিযোগ। ধর্ষণ করার মুহূর্তে যখন যে ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বাড়ির এক যুবক দেখে ফেলে ওই কিশোরীকে সেও ধর্ষণ করে।
এরপরে নাবালিকা গোটা বিষয়টি বাড়িতে জানায়। তারপরেই অভিযোগ দায়ের করা হয় পুলিশে। অভিযোগের পরে তিনজনই গ্রেফতার করা হয়ছে বলে জানা গিয়েছে।
