TRENDING:

Three members of same family electrocuted in Khardah: চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-মা-দাদা, খড়দহে সাক্ষী থাকল চার বছরের ছেলে

Last Updated:

এ দিন দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার পাতুলিয়ার গভর্মেন্ট কোয়ার্টারে৷ প্রবল বৃষ্টির জেরে ওই দম্পতির ঘরের ভিতরে জল জমেছিল (Three members of same family electrocuted in Khardah)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়দহ: ঘরের মধ্যেই জমা জলে (Water Logging) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের ((Three members of same family electrocuted in Khardah))৷ মৃতদের মধ্যে এক দম্পতি সহ তাঁদের এগারো বছরের সন্তানের৷ আর এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল পরিবারের সবথেকে ছোট সদস্য চার বছরের পুত্রসন্তান৷
advertisement

এ দিন দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার খড়দহের পাতুলিয়ার গভর্মেন্ট কোয়ার্টারে৷ প্রবল বৃষ্টির (Rainfall in West Bengal) জেরে ওই দম্পতির ঘরের ভিতরে জল জমেছিল৷ ঘরের মধ্যে জল জমে থাকা ফ্রিজের বিদ্যুৎ সংযোদ বিচ্ছিন্ন করতে যান গৃহকর্তা রাজা দাস (৩৯)৷ তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে যান স্ত্রী পৌলমী দাস (৩৫)৷ বাবা- মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এবারে এগিয়ে যায় তাঁদের বড় ছেলে এগারোর বছরের শুভ দাস৷ বাবা- মায়ের মতো একই পরিণতি হয় ওই বালকেরও৷

advertisement

আরও পড়ুন: মুক্তি নেই, শক্তি বাড়িয়ে আবার ফিরছে রাক্ষুসে বৃষ্টি! দিন-সময় জানিয়ে দিল হাওয়া অফিস

চোখের সামনে বাবা মা এবং দাদাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ওই দম্পতির চার বছরের ছোট ছেলে৷ সে তখন খাটের উপরে বসেছিল৷ ওই শিশুটির কান্নাকাটির শব্দেই প্রতিবেশীরা এসে রাজা, পৌলমী এবং তাঁদের বড় ছেলে শুভকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন৷ প্রতিবেশীরাই ততক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে৷

advertisement

মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ বাবা, মা, দাদা যে আর কোনওদিন ফিরবে না, তা বুঝতে না পারলেও গোটা ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছে ছোট্ট শিশুটি৷ অনাথ শিশুটির ভবিষ্যৎ নিয়েই এখন উৎকণ্ঠায় তার আত্মীয় এবং প্রতিবেশীরা৷

উত্তর চব্বিশ পরগণার টিটাগড়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোদ্দ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে৷ দিদিকে পড়াতে দিয়ে ফেরার পথে রাস্তায় জমা জলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর৷ জলের মধ্যে যে বিদ্যুতের তার পড়ে রয়েছে, তা বুঝতেপারেনি সে৷ তার ছিঁড়ে পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হল না, সেই প্রশ্ন উঠছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Arun Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Three members of same family electrocuted in Khardah: চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-মা-দাদা, খড়দহে সাক্ষী থাকল চার বছরের ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল