TRENDING:

প্রবল জলোচ্ছ্বাসে মাঝ সমুদ্রে আটকে কয়েক হাজার ট্রলার

Last Updated:

জারি ছিল সতর্কতা ৷ ছিল কড়া নজরদারিও ৷ কিন্তু পেশার তাগিদে সমুদ্রে যেতে তো হবেই ! আর তাতেই গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে বিপাকে পড়লেন মৎস্যজীবীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগণা: জারি ছিল সতর্কতা ৷ ছিল কড়া নজরদারিও ৷ কিন্তু পেশার তাগিদে সমুদ্রে যেতে তো হবেই ! আর তাতেই গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে বিপাকে পড়লেন মৎস্যজীবীরা ৷ প্রবল জলোচ্ছ্বাসে মাঝ সমুদ্রে আটকে কয়েক হাজার ট্রলার ৷
advertisement

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহে পুড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

প্রশাসনের কড়া নজরদারি এড়িয়ে কাকদ্বীপ থেকে কন্যামাতা ট্রলারে চেপে ১৬ জন মৎস্যজীবী মাঝ সমুদ্রে যান ৷ বুধবার সন্ধেতে কেঁদো দ্বীপের দক্ষিণে মাছ ধরার সময় শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি ৷ ঝড়ের দাপটে ঢেউয়ের ঝাপটায় উল্টে যায় ট্রলার ৷ শুধুমাত্র কন্যামাতাই নয় ৷ সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এমন ভাবেই ট্রলারে চেপে মাছ ধরতে যান মৎস্যজীবীরা ৷ কাকদ্বীপ ও বকখালি সংলগ্ন বেশরভাগ মৎস্যজীবীই আপাতত মাঝ সমুদ্রে আটকে পড়েছেন ৷ ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাসের কারণে মাঝ সমুদ্রেই আটকে পড়েছে হাজারের বেশি ট্রলার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আবহাওয়া প্রতিকূল থাকায় সমুদ্রে যেতে ফের নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হল ম‍ৎস্যজীবীদের উপর ৷ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞায় চিন্তায় মৎস্যজীবীরা ৷ ২ মাস পর গতকাল সমুদ্রে যাওয়ার অনুমতি মেলে ৷ ২৪ ঘণ্টার মধ্যে ফের নিষেধাজ্ঞা জারি ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রবল জলোচ্ছ্বাসে মাঝ সমুদ্রে আটকে কয়েক হাজার ট্রলার