TRENDING:

Bankura News: বেঁচে যাবে হাজার হাজার টাকা! গরমে জলের সমস্যা থেকে নিমেষে মুক্তি

Last Updated:

Bankura News: বাঁকুড়া, পুরুলিয়ায় গরম পড়লেই জলের সমস্যা নতুন কিছু নয়। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে গরম না পড়লেও মাটির তলায় জল পাম্পে করে উপরে তুলতে কালঘাম ছুটে যায় মানুষের। এই প্রযুক্তি ব্যবহার করে আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচেছেন বাঁকুড়ার বাসিন্দারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া, পুরুলিয়ায় গরম পড়লেই জলের সমস্যা নতুন কিছু নয়। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে গরম না পড়লেও মাটির তলায় জল পাম্পে করে উপরে তুলতে কালঘাম ছুটে যায় মানুষের। পাম্পের জল টানার সময় মাটির নিচে যথেষ্ট জল না থাকলে ঘটে যায় “ড্রাই রান”। ড্রাই অবস্থায় পাম্প দীর্ঘক্ষণ চলতে থাকলে পাম্প নষ্ট হয়ে যেতে পারে। প্রায় প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন হন বাঁকুড়ার একাধিক মানুষ কারণ বাঁকুড়ার এক বিস্তীর্ণ জায়গা জুড়ে মাটির তলার জলের স্তরের বিপুল তারতম্য ঘটে সামান্য দূরত্বের মধ্যেই। এই সমস্যার সমাধান করতে DPSS অর্থাৎ “ড্রাইরান প্রটেকশন সেন্সিং সিস্টেম” নামের একটি প্রযুক্তি ডেভেলপ করেছেন বাঁকুড়ার বাসিন্দা বিপুল কুন্ডু।
advertisement

এই প্রযুক্তি ব্যাবহার করলে মাটির নীচে জলের স্তর নেমে গিয়ে পাম্পে ১ মিনিট ৩০ সেকেন্ড জল না উঠলে, DPSS প্রযুক্তি পাম্পটিকে নিজে থেকেই বন্ধ করে দেবে। ফলে মোটা টাকার আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন পাম্পের মালিক। প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এই প্রযুক্তি বাঁকুড়ার প্রায় ১০০টিরও বেশি পাম্পে বসিয়েছেন বিপুল কুন্ডু নিজে। ইনলেট পাইপের গায়ে প্রহরীর মত লাগানো থাকবে দুটি সেন্সর। এই সেন্সর দুটি ইনলেট পাইপের মধ্যে সবসময় পরখ করতে থাকবে জলের ফ্লো। জলের পরিমাণ নির্দিষ্ট একটি মানের নীচে নামলেই ১ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে পাম্প। পাম্পের ভিতরেই লাগানো আছে আরও দুটি সেন্সর। এই সেন্সর গুলি ট্যাঙ্কির মধ্যে জলের লেয়ার বুঝে প্রায় নিজে থেকেই বন্ধ করে দেবে পাম্প, এবং বন্ধ হবে জলের অপচয়।

advertisement

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বাঁকুড়ার দামোদরপুরের বাসিন্দা উজ্জ্বল গড়াই, তার বাড়িতে দু’দুটি কোম্পানির পাম্প বসিয়েছিলেন তিনি। জলের স্তরের তারতম্য ঘটার জন্য ড্রাই রান করে পাম্প নষ্ট হয়ে যায়। প্রায় ২০০০০ টাকার আর্থিক ক্ষতি হয় উজ্জ্বল গড়াই-এর। বর্তমানে উজ্জ্বল গড়াই-এর বাড়িতে ব্যবহার করা হচ্ছে ডিপিএসএস প্রযুক্তি। তারপর থেকেই ড্রাই রান হলেও নিজে থেকেই পাম্প ১ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়।

advertisement

View More

বাঁকুড়ার বিপুল কুন্ডু ইলেকট্রনিক্স ব্যবহার করে নতুন নতুন। সমস্যার সমাধান করছেন নিত্যদিন। নিজের পেশাকে নেশায় পরিণত করে ব্যাবসার রূপ দিয়েছেন। প্রান্তিক বাঁকুড়া থেকে বাঁকুড়ার এই প্রযুক্তির নাম পোঁছে যাচ্ছে রাজ্যের বড় শহর গুলিতে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বেঁচে যাবে হাজার হাজার টাকা! গরমে জলের সমস্যা থেকে নিমেষে মুক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল