TRENDING:

Purba Bardhaman News: খুঁজে পান স্বর্ণমুদ্রাও! প্রত্নতত্ত্বের খোঁজ! এই ব্যক্তির মন জুড়ে শুধু ইতিহাস

Last Updated:

Purba Bardhaman News: মঙ্গলকোটের অনেকেই চেনেন সম্রাটকে। এখনও কোনও মূর্তি বা পুরানো জিনিস উদ্ধার হলেই ডাক আসে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ইতিহাস বাঁচিয়ে রাখার তাগিদে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বর্ধমানের এই ব্যক্তি যা করছেন তা জানলে সকলেই অবাক হবেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রত্নতত্ত্ব সংগ্রহ করেন পূর্ব বর্ধমানের এই ব্যক্তি। মঙ্গলকোটের বাসিন্দা সম্রাট মুন্সি। সম্রাট বাবুর একটা ছোট্ট ওষুধের দোকান রয়েছে। সকাল থেকে সেই দোকানে বসেই নিজের ব্যবসা সামলান তিনি। তবে সব কাজ শেষ হয়ে গেলে ফাঁকা সময় পেলেই তিনি বেরিয়ে পড়েন প্রত্নতত্ত্বের খোঁজে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট জেলার এক অন্যতম জায়গা। প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে এই মঙ্গলকোটের সঙ্গে। অনেক গবেষকের মতে মঙ্গলকোট এবং পার্শ্ববর্তী এলাকার মাটির নিচে চাপা পরে রয়েছে কোনও প্রাচীন সভ্যতা।
advertisement

সে কারণেই হয়তো মঙ্গলকোটের নানা এলাকা থেকে বহু পুরনো জিনিস উদ্ধার হয় বিভিন্ন সময়। আর মঙ্গলকোটের এই ইতিহাসকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্রাট । তিনি বলেন, “মঙ্গলকোটের বাসিন্দা শ্রদ্ধেয় কেশব বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি আগে এই প্রত্নতত্ত্ব সংগ্রহ করতেন। মঙ্গলকোটের প্রাচীন ইতিহাস তিনি তুলে ধরতেন। তাঁকে দেখেই আমার এই বিষয়ে আগ্রহ বেড়েছিল।” সম্রাট এত বছর ধরে বিভিন্ন সময় নানা জিনিস খুঁজে পেয়েছেন। যার মধ্যে রয়েছে পুরনো দিনের মুদ্রা, তালপাতার পুঁথির টুকরো, পুরানো যুগের মূর্তি থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস। এমনকি মঙ্গলকোট থেকে তিনি স্বর্ণমুদ্রাও খুঁজে পেয়েছিলেন। যদিও সেই মুদ্রা তিনি সরকারের কাছে জমা করেছেন। স্বর্ণমুদ্রা সহ আরও বহু জিনিস তিনি সংগ্রহ করে সরকারকে দিয়েছেন। তবে এখনও কিছু পুরানো কয়েন রয়েছে যেগুলো তিনি নিজের কাছে রেখেছেন।

advertisement

মঙ্গলকোটে মিউজিয়াম তৈরি হলে সেই কয়েন তিনি সেখানে রেখে দেবেন বলেই জানিয়েছেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত পেয়েছি জীবাশ্ম, বিভিন্ন মুদ্রা, মূর্তি, মাটির পাত্র-সহ আরও অনেক কিছু। সেই সমস্ত জিনিস বিভিন্ন যুগের। আমি স্বর্ণমুদ্রাও পেয়েছি, সেটা সরকারের হাতে তুলে দিয়েছি। কখনও মনে হয়নি নিজের কাছে রেখে দেওয়ার। কারণ আমি চাই ইতিহাস সবাই জানুক, নতুন প্রজন্ম এই ইতিহাস নিয়ে গবেষণা করুক।”

advertisement

View More

মঙ্গলকোটের অনেকেই চেনেন সম্রাটকে। এখনও কোনও মূর্তি বা পুরানো জিনিস উদ্ধার হলেই ডাক আসে তাঁর। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রত্নতত্ত্ব খুঁজে বার করার এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সম্রাট মুন্সির কথায়, আগামী দিনেও তিনি এই ধরনের কাজ চালিয়ে যাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: খুঁজে পান স্বর্ণমুদ্রাও! প্রত্নতত্ত্বের খোঁজ! এই ব্যক্তির মন জুড়ে শুধু ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল