খড়্গপুর আইআইটির হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। গতকাল হস্টেলের নিজের ঘর থেকে শাওন মালিক নামে বছর একুশের এক ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে মৃত্যু হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশিও চালানো হয়েছে। খুন না আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুনঃ শীতে সস্তা বলে দেদার খাচ্ছেন পেঁপে? অজান্তেই বড় ভুল হচ্ছে না তো? চিকিৎসকের মত জানুন
মৃত ওই ছাত্রের নাম শাওন মালিক কলকাতার কসবার বাসিন্দা। তৃতীয় বর্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। সূত্রের খবর, রবিবার সকালে ছেলেকে দেখতে হস্টেলে পৌঁছে যান শাওনের বাবা। হস্টেলে গিয়ে দেখেন সাওনের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া পাওয়া যায়নি। হস্টেল কর্মী ও সহপাঠীদের চেষ্টায় দরজা খুলতেই দেখা যায় সাওনের ঝুলন্ত দেহ।
