TRENDING:

Hooghly News: নেই সঠিক নিকাশি ব্যবস্থা! কোথাও এক হাটু কোথাও বা এক কোমর, জল যন্ত্রণায় বৈদ্যবাটিতে

Last Updated:

নেই সুষ্ঠু নিকাশি । বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় একটানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি থেকে কৃষি জমি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। এরই মধ্যে একটানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির বহু এলাকা। সবথেকে সমস্যায় রয়েছেন বৈদ্যবাটির কৃষকরা। দুই দিনের বৃষ্টিতে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে, জলের তলায় ঘরবাড়ি থেকে কৃষি জমি। মাথায় হাত চাষিদের । অভিযোগ নেই সুষ্ঠু নিকাশি । বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় একটানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি। এক হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! উত্তাল সমুদ্রে ‘উধাও’ ৩টি ট্রলার! ৭২ ঘণ্টা পরও নিখোঁজ ৪৯ মৎস্যজীবী

অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই বসবাস করতে হচ্ছে তাদের। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। আর দুদিনের একটানা বৃষ্টিতে কার্যত হাঁটু জলে জনজীবন বিপর্যস্ত ওই এলাকায়। জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সাপ জোক ।ভয়ে ভয়ে বাস করতে হচ্ছে তাদের। এলাকা স্থানীয়দের দাবি সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। অন্যদিকে বৈদ্যবাটি ধানমাঠ সংলগ্ন এলাকায় একটানা বৃষ্টিতেই জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি। বর্ষাতেই আমন ধান রুয়েছিলেন চাষিরা। আর টানা বৃষ্টিতে সেই ধান জমিতেই দাঁড়িয়েছে জল। ফলে বিঘা বিঘা জমিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখছেন চাষিরা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে সমস্তটাই নষ্ট হয়ে যাবে বলে দাবি চাষীদের।

advertisement

আরও পড়ুন: টানা বৃষ্টিপাতের জের, ভেঙে পড়ল একাধিক বাড়ি, ডুবল সড়ক পথ, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি

View More

চাষীদের অভিযোগ ধান জমিতে অবৈধ নির্মাণের জন্যই নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। বৃষ্টি হলে জল যাওয়ার কোন রাস্তা থাকে না। চাষীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করা হোক। যদিও নিকাশি ব্যবস্থা না থাকার কথা শিকার করেছেন ওয়াড কাউন্সিলর।তার কথায় এখানে সুষ্ঠ নিকাশি ব্যবস্থা নেই তার জন্য কৃষকরা দায়ী। বার বার তাদের বসতে বলা হয়েছিল নিকাশীর জন্য কিন্তু তারা কেউ বসেন নি। জমি জট রয়েছে কিছু সেগুলোর জন্যই নিকাশি গড়ে ওঠে নি ।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নেই সঠিক নিকাশি ব্যবস্থা! কোথাও এক হাটু কোথাও বা এক কোমর, জল যন্ত্রণায় বৈদ্যবাটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল