দিলীপ ঘোষের পর সুশান্ত ঘোষ, নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না দাপুটে নেতা সিপিএমের জেলা সম্পাদক। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দিনরাত লড়াই করেও শেষ পর্যন্ত নিজের গ্রামে নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।
আরও পড়ুনঃ নয়া ত্রাস বজ্রপাত! ব্যাপক বদলাচ্ছে আবহাওয়া, লাল সতর্কতা জারি ‘এই’ জেলাগুলিতে
advertisement
সুশান্ত ঘোষের নিজের গ্রাম গড়বেতার বেনাচাপড়া গ্রামে, গ্রাম পঞ্চায়েত আসনে নেই কোনও সিপিআইএম প্রার্থী। সুশান্ত ঘোষের দাবি, “এটি সংরক্ষিত আসন ছিল। শংসাপত্রের জটিলতায় প্রার্থী সংকট তৈরি হয়েছিল। প্রসঙ্গত, ঝাড়গ্রামে দিলীপ ঘোষ তার নিজের গ্রামেই বিজেপি প্রার্থী দিতে পারেনি। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমও নিজের গ্রামে প্রার্থী দিতে পারেনি বিজেপির। রাজনৈতিক জল্পনা যা নিয়ে ছিলই। এ বার সেই তালিকাতে সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পরেই বেনাচাপড়া কাণ্ডের প্রধান অভিযুক্ত বলে দাবি করে গ্রেফতার করা হয়েছিল সুশান্ত ঘোষকে ৷ যে মামলাতে জেল ও খাটতে হয় দোর্দন্ডপ্রতাপ এই বাম নেতাকে। তবে নিজের গ্রাম পঞ্চায়েত আসনে প্রার্থী দিতে না পারায় শুরু হয়েছে রাজনৈতীক জল্পনা। তবে তৃণমূলের পাল্টা দাবি, “মানুষ আজও ওদের ভরসা করতে পারছে না বলেই প্রার্থী সংকট তৈরী হয়েছে ওঁদের৷”
Ranjan Chanda