‘‘কংগ্রেসের জেতা দুটি আসনে বামেরা প্রার্থী দেয়নি । কারণ ওই দু’টি আসনে বামেরা প্রার্থী দিলে বিজেপি ও তৃণমূলের সুবিধা হবে । ওই দু’টি আসনে বাম ও কংগ্রেসের যে ভোট আছে সেই ভোট ভাগ হলে না বাম না কংগ্রেস জিতবে, উলটে বিজেপি ও তৃণমূলের লাভ হবে । আমরা তা চাই না । মানুষের কাছে আমাদের বার্তা বিজেপি-তৃণমূল ভোটকে যতদূর সম্ভব একত্রিত করা । এছাড়াও রাজ্যের কংগ্রেসের জেতা যে দু’টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে সেই দু’টি আসনে বামেরা প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে ৷ সেক্ষেত্রে শর্ত বামেদের জেতা আসন দুটিতে কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করতে হবে ।’’- আজ বাঁকুড়ার কমরার মাঠ ময়দানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমিয় পাত্রর সমর্থনে সভা করতে এসে ফের একবার রাজ্যের একাধিক আসনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার আশা প্রকাশ করেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি এদিন বলেন ‘‘শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে বোঝাপড়া না হলে না হবে । কিন্তু আমরা এমন কোনো বার্তা দিতে চাইনা যাতে বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট বিভাজন হয়ে যায় ।’’
advertisement
সূর্যকান্ত মিশ্র
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘তৃণমূলের জাহাজে এখন ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করেছে । আর তাই জাহাজের তলায় যে ধেড়ে ইদুর গুলো আছে সেগুলি মাথার উপর আশ্রয়ের জন্য এখন সাঁতরে বিজেপির জাহাজে গিয়ে ভিড়ছে । এটা বোঝার অপেক্ষা রাখেনা যে বিজেপি তৃণমূলের মধ্যে ভেতরে ভেতরে বোঝাপড়া হয়েছে । কে কোন আসনটা অপরকে ছেড়ে দেবে সেটা ওদের মধ্যে বোঝাপড়া হয়েছে ।
’’
সূর্যকান্ত মিশ্র
এদিনের সভায় আরও বলেন, ‘‘এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজেপির সরকার আর থাকবে না । কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হবে ।’’