TRENDING:

‘কংগ্রেস আমাদের শত্রু নয়’, একাধিক আসনে সমঝোতার আশা জিইয়ে রেখে বললেন সূর্যকান্ত মিশ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: বিজেপি তৃণমূল বিরোধী ভোট ভাগ যাতে না হয় তার জন্যই দুটি আসনে প্রার্থী দেওয়া হয়নি । কংগ্রেস আমাদের শত্রু নয় । কংগ্রেসের সঙ্গে রাজ্যের একাধিক আসনে সমঝোতার আশা জিইয়ে রেখে বললেন সূর্যকান্ত মিশ্র ৷
advertisement

‘‘কংগ্রেসের জেতা দুটি আসনে বামেরা প্রার্থী দেয়নি । কারণ ওই দু’টি আসনে বামেরা প্রার্থী দিলে বিজেপি ও তৃণমূলের সুবিধা হবে । ওই দু’টি আসনে বাম ও কংগ্রেসের যে ভোট আছে সেই ভোট ভাগ হলে না বাম না কংগ্রেস জিতবে, উলটে বিজেপি ও তৃণমূলের লাভ হবে । আমরা তা চাই না । মানুষের কাছে আমাদের বার্তা বিজেপি-তৃণমূল ভোটকে যতদূর সম্ভব একত্রিত করা । এছাড়াও রাজ্যের কংগ্রেসের জেতা যে দু’টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে সেই দু’টি আসনে বামেরা প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে ৷ সেক্ষেত্রে শর্ত বামেদের জেতা আসন দুটিতে কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করতে হবে ।’’- আজ বাঁকুড়ার কমরার মাঠ ময়দানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অমিয় পাত্রর সমর্থনে সভা করতে এসে ফের একবার রাজ্যের একাধিক আসনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার আশা প্রকাশ করেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি এদিন বলেন ‘‘শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে বোঝাপড়া না হলে না হবে । কিন্তু আমরা এমন কোনো বার্তা দিতে চাইনা যাতে বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট বিভাজন হয়ে যায় ।’’

advertisement

সূর্যকান্ত মিশ্র

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘তৃণমূলের জাহাজে এখন ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করেছে । আর তাই জাহাজের তলায় যে ধেড়ে ইদুর গুলো আছে সেগুলি মাথার উপর আশ্রয়ের জন্য এখন সাঁতরে বিজেপির জাহাজে গিয়ে ভিড়ছে । এটা বোঝার অপেক্ষা রাখেনা যে বিজেপি তৃণমূলের মধ্যে ভেতরে ভেতরে বোঝাপড়া হয়েছে । কে কোন আসনটা অপরকে ছেড়ে দেবে সেটা ওদের মধ্যে বোঝাপড়া হয়েছে ।

advertisement

’’

সূর্যকান্ত মিশ্র

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিনের সভায় আরও বলেন, ‘‘এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজেপির সরকার আর থাকবে না । কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হবে ।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘কংগ্রেস আমাদের শত্রু নয়’, একাধিক আসনে সমঝোতার আশা জিইয়ে রেখে বললেন সূর্যকান্ত মিশ্র