উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার খোসালের মোড় এলাকার একটি বাড়িতে চুরি হয়েছে। নগদ আড়াই লক্ষ টাকা ও ১৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরি হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনা এড়াতে অভিনব প্রয়াস! মানুষকে সচেতন করতে কার্টুনই ভরসা, দুর্গাপুরে কী হচ্ছে ছবিতে দেখুন
advertisement
বাড়ির গেট থেকে শুরু করে লকার ভাঙা। একাধিক জায়গা লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাসনাবাদ থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে।
সাম্প্রতিক অতীতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাজ্যের নানা প্রান্তে চুরির ঘটনা ঘটেছে। কখনও ফাঁকা বাড়ি, কখনও আবার ফাঁকা ফ্ল্যাট বা কোয়ার্টারে হানা দিয়েছে চোরের দল। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদের একটি বাড়িতে ঘটল এমন ঘটনা। চুরি হয়েছে নগদ আড়াই লক্ষ টাকা ও ১৫ ভরি সোনার গয়না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাসনাবাদ থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
